ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

খাগড়াছড়ি-সাজেক সড়কে ভারী যান চলাচল বন্ধ

প্রতিনিধি, খাগড়াছড়ি

প্রকাশিত: ১৯:১০, ৪ মে ২০২৪

খাগড়াছড়ি-সাজেক সড়কে ভারী যান চলাচল বন্ধ

সরে গেছে সেতুর খুঁটি।

এখনো স্বাভাবিক হয়নি খাগড়াছড়ি-সাজেক সড়কের যান চলাচল। গত বৃহস্পতিবার রাতে ভারী বৃষ্টিাত ও পাহাড়ি ঢলের কারণে খাগড়াছড়ি-সাজেক সড়কের জামতলী বেইলি সেতুর খুটি সরে যায়। ফলে সেতুটি ভেঙে যাওয়ার শঙ্কায় যাত্রীবাহী বাস ও পন্যবাহী ট্রাকসহ ভারী যান চলাচল বন্ধ করে দিয়েছে সড়ক ও জনপদ অধিদপ্তর।

এতে খাগড়াছড়ির দীঘিনালা ওরাঙ্গামাটির লংগদু ও বাঘাইছড়ির সঙ্গে সারা দেশের যাত্রীবাহী বাস ও পন্যবাহী ট্রাক চলাচল বন্ধ রয়েছে। ফলে আটকা পরেছে বহু যানবাহন।

এদিকে, বাস ও পিকআপের যাত্রীরা পায়ে হেঁটে পারাপার হচ্ছে। তবে সাজেকে পর্যটকবাহী যান চলাচল স্বাভাবিক রয়েছে। আজ রাতের মধ্যে সড়কে সেতুর মেরামত কাজ শেষ হতে পারে বলে জানিয়েছে সড়ক বিভাগ, রাঙামাটি সার্কেল এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোফাজ্জল হায়দার।

 

এম হাসান

×