ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

স্বামীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন স্ত্রী

নিজস্ব সংবাদদাতা, দৌলতখান, ভোলা

প্রকাশিত: ১৬:৫৩, ১৯ মার্চ ২০২৪

স্বামীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন স্ত্রী

দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি: জনকণ্ঠ

ভোলার দৌলতখানে তুচ্ছ ঘটনায় রায়হান (২০) নামে যুবককে পিটানোর অভিযোগ উঠেছে তার স্ত্রী ইয়ানুরের বিরুদ্ধে। 

আহত রায়হানকে স্বজনরা উদ্ধার করে দৌলতখান হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার (১৯ মার্চ) সকালে ভোলা সদর হাসপাতালে পাঠান। 

সোমবার সন্ধ্যায় উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের গুচ্ছগ্রামে এ ঘটনা ঘটেছে। 

জানা গেছে, ভোলার চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নের রুহুল আমিনের মেয়ে ইয়ানুরের সঙ্গে দৌলতখান পৌরসভা ১ নং ওয়ার্ডের মৃত ভুট্টুর ছেলে রায়হানের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকে স্ত্রী ইয়ানুর স্বামীর সঙ্গে খারাপ আচরণ করে আসছেন- এমন দাবি স্বামী রায়হানের। হাসপাতালে চিকিৎসাধীন আহত রায়হান।সোমবার দুষ্টামির চলে কথা বলায় তাদের মধ্যে বাকবিতণ্ডা সৃষ্টি হয়। এ সময় কোন কিছু বুঝে ওঠার আগে ইয়ানুর স্বামী রায়হানকে মারধর করে। স্বজনরা তাকে উদ্ধার করে দৌলতখান হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ভোলা পাঠান। 

তবে স্ত্রী ইয়ানুর মারধরের কথা অস্বীকার করে বলেন, তাদের কথার কাটাকাটি হয়েছে। 

স্থানীয় ইউপি সদস্য জামাল জানান, বিষয়টি আমি জানতে পেরেছি। রায়হান সুস্থ হলে গ্রাম্যভাবে এর মীমাংসা করা হবে। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আমিন সরকার বলেন, রায়হানের অন্ডকোষে আঘাত লেগেছে। 

 

এসআর

×