ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

গ্যাস সরবরাহ স্বাভাবিক করার দাবিতে মহাসড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ

প্রকাশিত: ২১:৪১, ৫ মার্চ ২০২৪

গ্যাস সরবরাহ স্বাভাবিক করার দাবিতে মহাসড়ক অবরোধ

গজারিয়ায় দড়ি বাউশিয়ার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে এলাকাবাসী

মুন্সীগঞ্জের গজারিয়ায় দড়ি বাউশিয়ার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক গ্যাস সরবরাহ স্বাভাবিক করার দাবিতে অবরোধ করে বিক্ষোভ করেছে ভুক্তভোগীরা। প্রায় দেড় ঘণ্টা মহাসড়কে অবস্থান নিয়ে গ্যাস চালুর দাবিতে স্লোগান দেয়। এই মহাসড়কের উভয় দিকে নয় কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। প্রশাসনের আশ্বাসে দুপুর দেড়টার দিকে তারা মহাসড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে তিতাসের লোকজন অবৈধ লাইন বিচ্ছিন্ন করতে আসলে আশপাশের কয়েকটি গ্রাম থেকে আগত কয়েক হাজার নারী-পুরুষ তিতাস কর্মকর্তাদের ঘিরে ধরেন। 
আন্দোলনকারীদের শান্ত করতে ঘটনাস্থলে আসেন গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর আক্তার, মুন্সীগঞ্জ সদর-গজারিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান, মুন্সীগঞ্জ জেলা প্রশাসনে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল আল ফারুকসহ প্রশাসনের কর্মকর্তারা। তাদের আশ্বাসে দুপুর দেড়টার দিকে আন্দোলনকারীরা মহাসড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।

×