ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

বান্দরবানের রুমায় কেএনএফের বিরুদ্ধে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, বান্দরবান

প্রকাশিত: ২১:৪৫, ১৪ ফেব্রুয়ারি ২০২৪

বান্দরবানের রুমায় কেএনএফের বিরুদ্ধে মানববন্ধন

গ্রামবাসীর ওপর কেএনএফ’র নির্যাতন, চাঁদাবাজি ও অপহরণের প্রতিবাদে মানববন্ধন

বান্দরবানের রুমায় বিভিন্ন গ্রামবাসীর ওপর কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) নির্যাতন, চাঁদাবাজি ও অপহরণের প্রতিবাদে মানববন্ধন করেছে সচেতন নাগরিক সমাজ। বুধবার সকালে রুমা বাজারে এই মানববন্ধনের কর্মসূচি পালন করা হয়। এর আগে রুমা বাজার থেকে বের করা হয় বিক্ষোভ মিছিল। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে বিক্ষোভ মিছিলে অংশ নেন বিভিন্ন গ্রাম থেকে আসা শত শত নারী ও পুরুষ।
মানববন্ধনে উপস্থিত ছিলেন রুমা উপজেলা চেয়ারম্যান উহ্লাচিং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান নু¤্র্রাউ মারমা, রুমা সদর ইউপি চেয়ারম্যান শৈমং মারমা শৈবং, পাইন্দু ইউপি চেয়ারম্যান উহ্লামং মারমা, মারমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি উথোয়াইচিং মারমা, সচেতন নাগরিক যুব সমাজের প্রতিনিধি উপজেলা ছাত্রলীগের  সভাপতি অংচোওয়াং মারমাসহ রুমা সর্বস্তরের মানুষ।
উল্লেখ্য, মঙ্গলবার সকালে কেএনএফ সদস্যরা চাঁদা না পেয়ে রিজুকপাড়ার বাসিন্দা উহ্লাচিং মারমাকে (৩৭) উদ্দেশ্য করে গুলি চালালে ঘটনাস্থলে তিনি আহত হন।

×