ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৯ মে ২০২৪, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩১

ট্রাকের কাছেই হোঁচট খেলেন মুরাদ

প্রকাশিত: ০১:৫০, ৮ জানুয়ারি ২০২৪

ট্রাকের কাছেই হোঁচট খেলেন মুরাদ

ডা. মুরাদ হাসান

দ্বাদশ সংসদ নির্বাচনে জামালপুর-৪ (ইসলামপুর) আসনে শেষমেশ ট্রাকের কাছেই হোঁচট খেলেন ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ডা. মুরাদ হাসান ও আওয়ামী লীগের প্রার্থী মাহবুবুর রহমান হেলাল। ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ আব্দুর রশিদ এ আসনে জয়ী হয়েছেন। 

এই আসনে মোট ভোটার ২ লাখ ৮৯ হাজার ২৬১ জন। স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ আব্দুর রশিদ পেয়েছেন ৫০ হাজার ৬৮৯টি ভোট, স্বতন্ত্র প্রার্থী ডা. মুরাদ হাসান পেয়েছেন ৩৭ হাজার ৪৩৩ ভোট এবং আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মাহবুবুর রহমান হেলাল পেয়েছেন ৪৭ হাজার ৬৩৮ ভোট।

রবিবার (৭ জানুয়ারি) রাতে সরিষাবাড়ী উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার বেসরকারি ফলাফল প্রকাশ করেন।

এর আগে সকাল ৮টা থেকে ভোট শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। পরে ৮৯টি কেন্দ্রের ভোটগ্রহণ শেষে ঘোষিত ফলে আব্দুর রশীদের জয় নিশ্চিত হয়।

এবি

×