ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

কোন মা ও শিশু যেন সেবার বাইরে না থাকে

প্রকাশিত: ০৫:৩১, ২৪ আগস্ট ২০১৯

কোন মা ও শিশু যেন সেবার বাইরে না থাকে

নিজস্ব সংবাদাদাতা, মির্জাপুর ॥ দেশের কোন মা ও শিশু যেন সেবার বাইরে না থাকে। শিশু ও মাতৃ মৃত্যুর হার কমানোর লক্ষে সবার এক সাথে কাজ করতে হবে। একটি ডেলিভারীও যেন বাড়িতে না হয়। আগে প্রশিক্ষণবিহীন বা অর্ধ প্রশিক্ষিত দাই দিয়ে ডেলিভারী করানো হতো। এখন কিন্তু তা হচ্ছেনা। প্রত্যেক মা ও শিশু যেন আমাদের সেবার লাগালে থাকে। মির্জাপুর উপজেলায় পেপার লেস পরিবার পরিকল্পনা কার্যক্রম পরিদর্শন করতে এসে আজ শনিবার পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক কাজী আ.খ.ম মহিউল ইসলাম একথা বলেছেন। সকাল সাড়ে নয়টায় তিনি মির্জাপুর সদরের ইউনিয়ন পরিবার পরিকল্পনা কেন্দ্রে পৌছালে মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মালেক, টাঙ্গাইল পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ পরিচালক লুৎফুল কিবরিয়া, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শহীদুর রহমান, ডা. বর্ণালী দাস তাকে স্বাগত জানান। মহাপরিচালক সকাল সাড়ে ১০ টার দিকে মির্জাপুর উপজেলা সদরে অবস্থিত ইউনিয়ন পরিবার পরিকল্পনা কেদ্র পরিদর্শন শেষে স্বাস্থ্য কর্মীদের পেপার লেস কার্যক্রম দেখেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন এমআইএফ এর পরিচালক মনোজ কুমার রায়, সাবেক সিনিয়র সচিব ও মেজার ইভালুয়েশনের মরামর্শক মো. হুমায়ূন কবীর। মহাপরিচালক কাজী আ.খ.ম মহিউল ইসলাম উপজেলার ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভার পরিবার পরিকল্পনা কল্যাণ কেন্দ্রের চিকিৎসক, পরিদর্শক ও সহকারী পরিদর্শকদের নিয়ে মত বিনিময় সভা করেন। এ সময় তিনি সকলকে মাতৃ ও শিশু মৃত্যুর হার কমিয়ে আনার লক্ষে একযোগে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। সভায় মির্জাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা অফিসের পেপার লেস কার্যাক্রম দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন।
×