ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এবার নতুন পরিচয়ে প্লাবন কোরেশী

প্রকাশিত: ০৫:২৯, ২৪ অক্টোবর ২০১৭

এবার নতুন পরিচয়ে প্লাবন কোরেশী

স্টাফ রিপোর্টার ॥ প্লাবন কোরেশী। দেশের স্বনামধন্য একজন গীতিকবি ও সুরকার হিসেবেই চেনে সবাই তাকে। গান লিখছেন প্রায় দুই যুগেরও বেশি সময় ধরে। তার লেখা গানে কণ্ঠ দিয়ে জনপ্রিয় হয়েছেন অনেকেই। তার লেখনীতে প্রকাশ পেয়েছে ফজলুর রহমান বাবুর ‘ইন্দুবালা’, দিলরুব খানের ‘তোমার আমার’ মনির খানের ‘অঞ্জনা, রিংকুর ‘বিবাগী’, রবি চৌধুরীর ‘রঙের বন্ধু’ ধ্রুব গুহ’র ‘একলা পাখি’সহ ‘যে পাখি ঘর বোঝেনা’র মতো জনপ্রিয় সব গান। এতদিন গানের কথামালা সাজিয়েছেন আর সুর করেছেন প্লাবন কারেশী। এবার নিজের কণ্ঠে গান নিয়ে আসছেন তিনি। গানের শিরোনাম ‘ইশকুলে যাবো না।’ গানটি প্রকাশ করছে দেশের অন্যতম অডিও প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেক। ইতোমধ্যেই সাউন্ডটেকের ইউটিউব চ্যানেলে গানটির লিরিক ভিডিও প্রকাশিত হয়েছে। ‘তুমি যদি ভাল না বাসো, কাল থেকে আর ইশকুলে যাবো না’ এমন কথার গানটি লিখেছেন এবং সুর করেছেন প্লাবন নিজেই। আর সঙ্গীতায়জন করেছেন মুহিদুল মুন। গীতিকার ও সুরকার থেকে সঙ্গীতশিল্পী বিষয়টি জানতে চাইলে প্লাবন বলেন- ছোটবেলা থেকেই গানের প্রতি অন্য রকম টান ছিল আমার। গান গাইতে চাইতাম খুব। গানও শিখেছি কিছুদিন। তবে নানাবিধ কারনে গান আর গাওয়া হয়ে ওঠেনি। হলাম গীতিকার আর সুরকার। তবে গানের চর্চা করে গেছি নিভৃতে। অবশেষে সাহস করে গেয়েই ফেললাম। শ্রোতাদের সমর্থন পেলে এখন থেকে নিয়মিত গাইব। কেননা শ্রোতাদের ভালবাসাই একজন সঙ্গীত শিল্পীকে বাঁচিয়ে রাখতে পারে। ‘ইশকুলে যাবো না’ গানটি কাঁচা প্রেমের গান। এদেশের গানপাগল তরুণ-তরুণীদের কথা মাথায় রেখেই গানটি তৈরি করেছি। আশা করি গানটি আমার ভক্তদের ভালবাসায় সিক্ত হবে।
×