ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঢাকায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র হত্যায় জড়িত অভিযোগে দুই জন গ্রেফতার

প্রকাশিত: ০০:৫১, ১৮ অক্টোবর ২০১৭

ঢাকায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র হত্যায় জড়িত অভিযোগে দুই জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর ওয়ারীতে ছিনাতাইকারীর ছুরিকাঘাতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী খন্দকার আবু তালহা (২২) হত্যায় জড়িত অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে ওয়ারী থানা পুলিশ আবদুর রহমান ওরফে মিলন ও বেলাল হোসেন ওরফে সবুজ নামের দুই জনকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে নিহত তালহার মানিব্যাগসহ আরও কিছু জিনিসপত্র উদ্ধার হয়েছে। ওয়ারী বিভাগের উপকমিশনার ফরিদ উদ্দীন এক সংবাদ সম্মেলনে জানান, আসামীরা প্রাথমিকভাবে হত্যার দায় স্বীকার করেছে। প্রসঙ্গত, গত ৮ অক্টোবর ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের আশুলিয়া শাখার কম্পিউটার সায়েন্সের দ্বিতীয় বর্ষের ছাত্র আবু তালহা ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত হয়। পুলিশ জানায়, ঘটনার দিন সকাল সাড়ে ছয়টায় যাত্রাবাড়ি যাওয়ার সময় ছিনতাইকারীদের কবলে পড়ে ছুরিকাঘাতে মারাত্মক আহত হয় তালহা। পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তালহার মৃত্যু হয়।
×