ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভোলায় ৪০ জনের নমুনা পরীক্ষার রির্পোট নেগেটিভ

প্রকাশিত: ০২:১৬, ১০ এপ্রিল ২০২০

ভোলায় ৪০ জনের নমুনা পরীক্ষার রির্পোট নেগেটিভ

নিজস্ব সংবাদদাতা, ভোলা ॥ করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে শরিয়তপুর থেকে ভোলায় আসা এক যুবককে ভোলা সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে সদর হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে তাকে ভর্তি করা হয়। ওই যুবকের বাড়ি সদর উপজেলার কালীবাড়ি রোডের ভদ্রপাড়া এলাকায়। তিনি শরিয়তপুর জেলায় একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। ভোলা সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ সিরাজ উদ্দিন জানান, এক যুবক ডাইরিয়ায় ও জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে আসলে তাকে আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়। প্রাথমিকভাবে তার করোনা রয়েছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি। তবে তার নমুনা পরীক্ষা জন্য আজ শুক্রবার বরিশাল প্রেরণ করা হবে। এদিকে ভোলা স্থাস্থ্য বিভাগ জানিয়েছে,গত ২৪ ঘন্টায় ৮৫ জনকে হোম কেয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এ নিয়ে মোট ৫৬৭ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হলো। এর মধ্যে ৪২৬ জনের মেয়াদ উর্ত্তীন হয়েছে। বর্তমানে ১৪১ জন হোম কেয়ারেন্টাইনে রয়েছে। এছাড়া জেলায় আজ শুক্রবার সকাল পর্যন্ত ১০০ ব্যক্তির নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছিল। তার মধ্যে ৪০ জনের রিপোর্ট নেগেটিভ পাওয়া গেছে। ভোলা জেলা এখনো কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হয়নি।
×