ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

‘ডাক্তারের কাছে রোগী নয়, রোগীর কাছে ডাক্তার’

প্রকাশিত: ১১:২০, ৯ এপ্রিল ২০২০

‘ডাক্তারের কাছে রোগী নয়, রোগীর কাছে ডাক্তার’

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ চিকিৎসা ব্যবস্থার এই সঙ্কটময় মুহূর্তে সিলেটে চিকিৎসা প্রদানের লক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন কয়েক মহৎ ব্যক্তি। ‘ডাক্তারের কাছে রোগী নয়- রোগীর কাছে ডাক্তার’। করোনা দুর্যোগে ঘরবন্দী মানুষের চিকিৎসার জন্য কয়েকজন মহৎ ব্যক্তির উদ্যোগে একটি ভ্রাম্যমাণ মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। বুধবার বিকেল থেকে সিলেট মহানগর এলাকায় সেই টিমের স্বাস্থ্যসেবা কার্যক্রম শুরু করেছে। নগরীর টিলাগড় থেকে প্রথম সেবা শুরু করেছে এই টিম। নির্দিষ্ট ফোন নম্বরে কল দিলেই সেবাগ্রহীতার ঘরে পৌঁছে যাবে সে টিম। জানা গেছে, বুধবার থেকে সিলেটের মহানগর এলাকার ঘরে ঘরে গিয়ে প্রাথামিক স্বাস্থ্যসেবা প্রদান করছে তৈরিকৃত এই মেডিক্যাল টিম। টিমটির আর্থিকসহ সার্বিক সহযোগিতায় আছেন সিলেট সিটি কর্পোরেশনের ২০ নং ওয়ার্ডের কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক আজাদুর রহমান আজাদ, সিলেটের করিমউল্লাহ মার্কেটের স্বত্বাধিকারী বিশিষ্ট শিল্পপতি আতাউল্লাহ সাকের, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিদর্শক এম তাজিম উদ্দিন ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার এম ফয়জুর রহমান। তত্ত্বাবধানে রয়েছেন সিলেট পার্কভিউ মেডিক্যাল কলেজের ডাক্তার মোঃ কামাল উদ্দিন। এ বিষয়ে ডাক্তার কামাল উদ্দিন বলেন, করোনার এই ভয়াবহ সঙ্কটময় পরিস্থিতিতে সিলেটের কয়েকজন উদার মনের অধিকারী ব্যক্তির সহায়তায় এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আপাতত সিলেট মহানগর এলাকায় করোনা দুর্যোগে ঘরবন্দী মানুষকে ঘরে ঘরে গিয়ে চিকিৎসাসেবাসহ ওষুধ প্রদান করা হবে। এ লক্ষ্যে একটি মাইক্রোবাসকে ওষুধ ও বিভিন্ন স্বাস্থ্যসেবা সরঞ্জাম দিয়ে সজ্জিত করে একটি মেডিক্যাল টিমের মাধ্যমে সেবা শুরু করেছি। এই টিমে একজন চিকিৎসক, একজন নার্স ও সংশ্লিষ্ট আরও ২ জন সর্বক্ষণিক সেবায় নিয়োজিত রয়েছেন। উল্লেখিত মোবাইলে কল দিলেই রোগীর কাছে পৌঁছে যাবে ডাক্তার ও ওষুধ। কল করার মোবাইল নম্বরটি হচ্ছে- ০১৭২০০৩৬৩৭২। বিকেল ৪টার দিকে ২০ নম্বর ওয়ার্ডের খরাদিপাড়া থেকে শুরু হয়েছে এই চিকিৎসাসেবার কার্যক্রম।
×