ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

শেখ হাসিনার সরকার জনগণের পাশে আছে : এমিলি

প্রকাশিত: ০৯:৩৬, ৫ এপ্রিল ২০২০

শেখ হাসিনার সরকার জনগণের পাশে আছে  :  এমিলি

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ জাতীয় সংসদের সাবেক হুইপ ও মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলির ব্যক্তি উদ্যোগে এবং স্থানীয় আওয়ামী লীগ সহস্রাধিক সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ রবিবার সকালে নিরাপদ দূরত্ব বজায় রেখে মাওয়া কালির খিল মাঠে তার পক্ষে এসব খাদ্য বিতরণ করা হয়। অধ্যাপিকা এমিলির পক্ষে তাঁর পুত্র নর্থ সাউথ ইউনির্ভাসিটির প্রভাষক তাসকিন সাকিব এই সময় উপস্থিত ছিলেন। মেদিনীমন্ডল ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফ হোসেন খান চেয়ারম্যানের সভাপতিত্বে আয়োজনটিতে আরও অংশ নেন লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কাবিরুল ইসলাম খান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিনা ইসলাম, মুক্তিযোদ্ধা সলেমান হোসেন, মেদিনীমন্ডল ইউপি আওয়ামী লীগের সভাপতি আলী আকবর প্রমুখ। প্রতি প্যাকেটে রয়েছে ২০ কেজি চাল, ৩ কেজি ডাল, ৫ কেজি আলু, ২লিটার তেল, ২ কেজি লবণ ও ২টা সাবান। মাঠ থেকে কিছু পরিবারকে বিতরণের পর ওয়ার্ড ভিত্তিক বাড়ি বাড়ি এসব খাবারের প্যাকেট পৌছে দেয়া হয়। ভিডিও কলে এই সময় এমিলি বলেন, সাবাই ঘরে অবস্থান করুন এবং জরুরি প্রয়োজনে বের হলেও দূরত্বে বেজায় রাখুন মাক্স ব্যবহার করুন। শেখ হাসিনার সরকার জনগণের পাশে আছে। এই করোনা কারণে যারা কর্মহীন দরিদ্র রয়েছেন তাদের ইতোমধ্যেই ত্রাণ দেয়া হচ্ছে। এর বাইরেও ব্যক্তি এবং সংগঠনের উদ্যোগে আমারও চেষ্টা করে যাচ্ছি। স্বাস্থ্যবিধি মেনে সাহস নিয়ে করোনা মোকাবেলার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
×