ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

৯০ বছর বয়সী মা’কে বের করে দিল ছয় ছেলে!

প্রকাশিত: ০৮:৫৭, ৩ এপ্রিল ২০২০

 ৯০ বছর বয়সী মা’কে  বের করে দিল  ছয় ছেলে!

নিজস্ব সংবাদদাতা, নাটোর, ২ এপ্রিল ॥ বুঞ্জনী বেওয়ার বর্তমান বয়স ৯০ বছর। বয়সের ভারে চলতে পারেন না। বার্ধক্য গ্রাস করে ফেলেছে। বৃদ্ধার ছয় ছেলে কমবেশি সবাই প্রতিষ্ঠিত। এই বয়সে যেখানে নাতি-নাতনিকে নিয়ে সময় কাটানোর কথা, তখন ছেলেরা তাকে বাড়ি থেকে বের করে দিল। এক মা’কে ভরণপোষণ দেয়ার মতো সক্ষমতা আর মানসিকতা নেই ওই ছয় ছেলের। বউয়ের কথায় ছয় ছেলেই মা’কে নানা অপবাদ দিয়ে এভাবেই বাড়ি থেকে বের করে দেয়। এমনই এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে বড়াইগ্রাম উপজেলার গড়মাটি গ্রামে। ঘটনাটি অবহিত হওয়ার পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার পারভেজ এ বিষয়ের সুরাহা না হওয়া পর্যন্ত ওই বৃদ্ধাকে তার ছেলে মতিউর রহমানের বাড়িতে রাখার নির্দেশ দিয়েছে। জানা গেছে, বড়াইগ্রাম উপজেরার গোপালপুর ইউনিয়নের গড়মাটি গ্রামের মৃত হাজির উদ্দিন প্রামাণিকের স্ত্রী বুঞ্জনীর ছয় ছেলেই কমবেশি প্রতিষ্ঠিত। কিন্তু এই ছয় ছেলেই তার বৃদ্ধা মাকে ভরণ-পোষণ দিতে নারাজ। বউয়ের কথায় নানা অজুহাত ও অপবাদ দিয়ে মাকে তাড়িয়ে দিতে পারলেই যেন তারা বাঁচে। অথচ, ওই বৃদ্ধার ১৮ বিঘা জমি এখন এই ছয় ছেলে মতিউর রহমান, আতিউর রহমান, লুৎফর রহমান, মোশাররফ হোসেন মসুর, রফিকুল ও শফিকুল ভোগদখল করছে। ছয় ছেলের মধ্যে মতিউর রহমান গড়মাটি ওয়ার্ডের মেম্বার! অথচ ওই বৃদ্ধা মাকে ভাত দেয়ার মতো সামর্থ্য তাদের নেই! সর্বশেষ লুৎফর রহমানের বাড়িতে ছিলেন ওই বৃদ্ধা। কিন্তু বউয়ের কুমন্ত্রণায় বুধবার বিকেলে তিনি মায়ের দায়িত্ব নিতে নারাজ জানিয়ে মাকে বাড়ি থেকে বের করে দেন। পরে একই গ্রামের বাসিন্দা দফাদার ইয়াসিন আলীর বাড়িতে এক রাতের জন্য ঠাঁই মেলে ওই বৃদ্ধার। বৃহস্পতিবার সকালে ্ইয়াসিন আলী ওই বৃদ্ধাকে নিয়ে গ্রাম প্রধান বাবুল ডাক্তারের কাছে নিয়ে গেলে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন। এদিকে সংবাদ পেয়ে বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারি ঘটনার সত্যতা পান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার পারভেজকে ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেন। পরে ইউএনও ঘটনাস্থলে গিয়ে ওই বৃদ্ধাকে তার ছেলে ওয়ার্ড মেম্বার মতিউর রহমানের বাসায় রেখে আসেন।
×