ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

ছুটিতেও চলছে মালবাহী ট্রেন

প্রকাশিত: ০০:২৫, ১ এপ্রিল ২০২০

ছুটিতেও চলছে মালবাহী ট্রেন

অনলাইন রিপোর্টার ॥ করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় সব ধরনের যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ থাকলেও জরুরি প্রয়োজনে ছুটিতেও মালবাহী ট্রেন ও কন্টেইনার ট্রেন চলাচল অব্যাহত রয়েছে। দিনে তিন থেকে চারটি মালবাহী ও তেলবাহী কন্টেইনার ট্রেন আসা-যাওয়া করছে বলে কমলাপুর রেলস্টেশন সূত্রে জানা গেছে। এদিকে গত ২৪ মার্চ সন্ধ্যা থেকে আন্তঃনগরসহ সব ধরনের যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় রেল কর্তৃপক্ষ। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে। তবে জরুরি প্রয়োজনে এবং মালবাহী ট্রেন চলাচল অব্যাহত থাকবে বলে জানিয়েছিলেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। তিনি বলেছিলেন, সব ধরনের যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ থাকলেও তেল, খাদ্যসহ জরুরি পণ্য পরিবহনের জন্য সীমিত আকারে ট্রেন চলবে। এদিকে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ রোধে চলমান সাধারণ ছুটি আরও সাত দিন বাড়ানো হয়েছ। আগামী ৫ থেকে ৯ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করছে সরকার। এর সঙ্গে দুদিন (১০ ও ১১ এপ্রিল) সাপ্তাহিক ছুটি মিলিয়ে ছুটি থাকছে ১১ এপ্রিল পর্যন্ত।
×