ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

ইরানের বৈদেশিক বাণিজ্য সাড়ে ৮ হাজার কোটি ডলার

প্রকাশিত: ০৯:২৪, ২৯ মার্চ ২০২০

ইরানের বৈদেশিক বাণিজ্য সাড়ে ৮ হাজার কোটি ডলার

অর্থনৈতিক রিপোর্টার ॥ ইরানের কাস্টমস বিভাগের মহাপরিচালক মাহদি মির আশরাফি জানিয়েছেন, গতবছর (ফার্সি বছর) ইরানের বৈদেশিক বাণিজ্যের পরিমাণ ছিল আট হাজার ৫০০ কোটি ডলার। শনিবার (২৮ মার্চ) ইরানের বার্তা সংস্থা পার্সটুডে এ খবর দিয়েছে। খবরে বলা হয়েছে, গতবছর ইরান রফতানি করেছে চার কোটি ১৩ লাখ ডলারের পণ্য। আমদানি করেছে চার কোটি ৩৭ লাখ ডলারের মালামাল। মির আশরাফি জানান, ফার্সি ১৩৯৮ সালে মোট ১৬ কোটি ৯০ লাখ টন পণ্য আমদানি-রফতানি করেছে ইরান। এর মধ্যে রফতানি করেছে ১৩ কোটি ৩৯ লাখ টন পণ্য। অর্থাৎ ইরান আমদানির তুলনায় রফতানি করেছে তিনগুণ। তিনি বলেন, ওজনের দিক দিয়ে তেল-বহির্ভূত পণ্য রফতানিতে এটি ইরানের ইতিহাসে রেকর্ড। ফার্সি ১৩৯৭ সালের তুলনায় এই খাতে প্রবৃদ্ধি ছিল ১৩ দশমিক ৫ শতাংশ। ইরানের কাস্টমস বিভাগের মহাপরিচালক বলেন, ইরানের রফতানি পণ্যের মধ্যে শীর্ষে ছিল পেট্রো কেমিক্যাল পণ্য। এ থেকে প্রমাণিত হয়, বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে অপরিশোধিত তেলের ওপর নির্ভরশীলতা কমাতে পেরেছে তেহরান।
×