ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টঙ্গীতে বিদ্যুতের ১ লাখ প্রিপেইড মিটার লাগানো শুরু

প্রকাশিত: ০৬:২৭, ২২ ফেব্রুয়ারি ২০২০

টঙ্গীতে বিদ্যুতের ১ লাখ প্রিপেইড মিটার লাগানো শুরু

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী ॥ আজ শনিবার থেকে টঙ্গী ডেসকো কর্তৃপক্ষ পুরো টঙ্গীতে ১ লাখ বিদ্যুতের প্রিপেইড মিটার লাগানোর কাজ শুরু করেছে। টঙ্গীর চেরাগআলী মার্কেট গ্রামীণফোন সেন্টারে প্রথম প্রিপেইড মিটার লাগানোর মধ্যে দিয়ে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু করা হয়। এ উপলক্ষে আয়োজিত এক সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন টঙ্গী প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক জনকন্ঠের সাংবাদিক নূরুল ইসলাম, প্রিপেইড মিটার প্রকল্পের উপ পরিচালক ইন্জিনিয়ার শওকত আলী, রায়হান আরেফিন, শাহরিয়ার, তানবীর রাহাত ও হেকজিন মিটার প্রকল্পের হেকজিন রাকিব। প্রিপেইড মিটার প্রকল্পের কর্মকর্তারা তাদের বক্তব্যে বলেন, পূর্ব-পশ্চিম জোনের পুরো টঙ্গীর আবাসিক, বানিজ্যিক, এবং শিল্প প্রতিষ্টান মিলে প্রায় এক লাখ প্রিপেইড মিটার আগামী ডিসেম্বর মাসের মধ্যে লাগানো শেষ করা হবে। এতে প্রায় ৫ শ' লোকবল নিয়োগ দেয়া হয়েছে। প্রতিদিন ১২ শ' মিটারের সংযোগ দেয়া হবে। এতে ১শ' কোটি টাকা খরচ হচ্ছে। এডিবির অর্থায়নে এ কাজ সম্পন্ন করা হচ্ছে। প্রিপেইড মিটার প্রকল্প পরিচালক জ্যোতিস চন্দ্র রায় এর নেতৃত্ব দিচ্ছেন। প্রিপেইড মিটারের ভীতি প্রসঙ্গে বক্তারা আরো বলেন, প্রিপেইড মিটার হুবহু মোবাইল ফোনের মতোই। মিটারে ব্যালেন্স থাকলে বিদ্যুৎ সরবরাহ চালু থাকবে। বিকাশ, রকেট এবং বিদ্যুতের প্রিপেইড কার্ড ছাড়া আরো বিভিন্ন উপায়ে মিটার রিচার্জের সুবিধা রয়েছে। সরকারী ছুটি, বন্ধের দিন, অফিস সময় ছাড়া এবং রাতে মিটারে ব্যালেন্স না থাকলেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ হবে না।
×