ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

রাজধানীতে রিজভীর নেতৃত্বে মিছিল

প্রকাশিত: ০৫:৪৬, ২২ ফেব্রুয়ারি ২০২০

রাজধানীতে রিজভীর নেতৃত্বে মিছিল

অনলাইন রিপোর্টার ॥ বিএনপির কারাবন্দী চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে দলটির সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি নেতা-কর্মীরা। তবে ওই মিছিলে পুলিশের আক্রমণ ও লাঠিপেটার অভিযোগ উঠেছে। আজ শনিবার বেলা ১১টার দিকে এ মিছিল অনুষ্ঠিত হয়। এতে পুলিশের হামলা ও লাঠিপেটায় রিজভীসহ ১০ নেতাকর্মী আহত হয়েছেন বলে দলটি অভিযোগ করেছে। মিছিলে অংশ নেয়া নেতাকর্মীরা জানান, মিরপুর ৬ নম্বর থেকে বের হওয়া মিছিলে নেতৃত্ব দেন রুহুল কবির রিজভী। এতে বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল হক, জাতীয়তাবাদী ছাত্রদলের সহ-সভাপতি কাওসার আহমেদ, ঢাকা কলেজ ছাত্রদলের নেতা সাইফুল ইসলাম তুহিনসহ নেতা-কর্মীরা অংশ নেন। মিছিলের নেতৃত্বে থাকা রুহুল কবির রিজভী অভিযোগ করেন, মিরপুর ৬ নম্বর থেকে শুরু হয়ে মিছিলটি প্রধান সড়কের দিকে অগ্রসর হতে থাকলে পুলিশ অতর্কিতভাবে তাদের ওপর হামলা চালিয়ে লাঠিপেটা শুরু করে। ফলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এতে তিনি নিজে এবং ছাত্রদল-যুবদলের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। খালেদা জিয়ার মুক্তি দাবিতে ‘একটি শান্তিপূর্ণ মিছিলে পুলিশের এমন হামলার’ ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন রিজভী।
×