ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

ভাঙ্গায় পরীক্ষা কেন্দ্র পরিবর্তন দাবিতে কলেজ অবরোধ

প্রকাশিত: ০৯:২৪, ১৯ ফেব্রুয়ারি ২০২০

 ভাঙ্গায় পরীক্ষা কেন্দ্র পরিবর্তন দাবিতে কলেজ অবরোধ

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ১৮ ফেব্রয়ারি ॥ পরীক্ষা কেন্দ্র পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ করেছে ভাঙ্গার সরকারী কে এম কলেজের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা। মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ বিক্ষোভ মিছিল ও মহাসড়ক কর্মসূচী পালিত হয়। পরীক্ষার্থীসহ ওই কলেজের অন্তত দেড় শতাধিক শিক্ষার্থী কলেজ ক্যাম্পাস থেকে বেলা ১১টার দিকে বিক্ষোভ মিছিল শুরু করে। মিছিলটি কলেজ থেকে বের হয়ে ঢাকা-বরিশাল মহাসড়কে উঠে ভাঙ্গা সেতুর উপরে বসে তাদের অবরোধ কর্মসূচী পালন করে। ‘ভাঙ্গা মহিলা ডিগ্রী কলেজের শিক্ষক কর্তৃক শিক্ষার্থীদের হয়রানি, মানসিক নির্যাতনসহ অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদ ও কেন্দ্র পরিবর্তনের দাবিতে’ সরকারী কে এম কলেজের ছাত্রছাত্রীরা-এর ব্যানারে এ কর্মসূচী পালিত হয়। কর্মসূচী চলাকালে বক্তব্য দেন কে এম কলেজের এইচএসসি পরীক্ষার্থী মোঃ সাফায়েত, শুভ, আকাশ, সায়েমা আক্তার প্রমুখ।
×