ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সোনার বার আটকদের চোখ বেঁধে রাখা নিয়ে সমালোচনা

প্রকাশিত: ০৯:৫৮, ৮ ফেব্রুয়ারি ২০২০

সোনার বার আটকদের চোখ  বেঁধে রাখা নিয়ে সমালোচনা

স্টাফ রিপোর্টার, যশোর ॥ যশোরের বেনাপোল বড়আঁচড়ার ভাঙ্গার মোড় থেকে ৩০টি সোনার বারসহ দুই জনকে আটক করার পর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪৯ ব্যাটালিয়নের সদস্যরা তাদের দুই জনকে যশোর বিজিবি কার্যালয়ে চোখ ও হাত বেঁধে বসিয়ে রাখার তোলপাড় সৃষ্টি হয়েছে। সবাই এই ঘটনার সমালোচনা করছে। বিজিবি জানায়, শনিবার সকালে যশোরের বেনাপোল পোর্ট থানার বড়আঁচড়া ভাঙ্গার মোড় এলাকা থেকে ইকবাল হোসেন (৩৪) ও ওমর ফারুক (৩৪) নামে দুজনকে আটক করা হয়। দুপুরে ৪৯ বিজিবি কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। আটক ইকবালের বাবার নাম মৃত আব্দুর রাজ্জাক এবং ওমরের বাবার নাম আজিজুর রহমান। তাদের উভয়ের বাড়ি যশোরের বেনাপোল পোর্ট থানাধীন বড়আঁচড়া গ্রামে। এদিকে, সোনারবারসহ দুজনকে আটকের পর তাদের চোখ কালো কাপড় দিয়ে বেঁধে এবং দুই হাত পেছন থেকে বেঁধে বিজিবির যশোর কার্যালয়ে রাখার ঘটনায় প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। বিষয়টি মানবাধিকার লঙ্ঘন বলে দাবি করেছেন জেলা আইনজীবী সমিতির সেক্রেটারি এমএ গফুর। তিনি বলেন, ‘এ ধরনের ব্যবস্থা নেওয়ার কোনও সুযোগ নেই। কোনও আসামির সঙ্গে নিপীড়নমূলক কোনও আচরণ করার সুযোগ নেই।’ এ বিষয়ে জানতে চাইলে ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সেলিম রেজা এ বলেন, ‘আমরা সাধারণত আসামিদের সঙ্গে এমন আচরণ করি না। কিছুক্ষেত্রে নিরাপত্তার জন্যে এমন ব্যবস্থা নেওয়া হয়। আপনি যেহেতু নোটিশ করেছেন, আমি বিষয়টি দেখছি। আগামীতে এমন যাতে না হয় সে ব্যবস্থা নেওয়া হবে।’ প্রসঙ্গত, গত ৪ ফেব্রুয়ারি কুষ্টিয়ায় ফেনসিডিলের বোতল দিয়ে দেশের মানচিত্র তৈরি করে তীব্র সমালোচনার মুখে পড়ে বিজিবি। কুষ্টিয়ার মিরপুরে মাদকদ্রব্য ধ্বংসের অনুষ্ঠানে ৪৭ বিজিবি এমন ঘটনা ঘটায়। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার মুখে পড়ে।
×