ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

মৃত্যু ঝুঁকি উপেক্ষা করে চা পান

প্রকাশিত: ১১:১০, ২০ নভেম্বর ২০১৯

মৃত্যু ঝুঁকি উপেক্ষা করে চা পান

কষ্ট করে কিছু অর্জন করলে আনন্দ বহুগুণ বেড়ে যায়। বলা হচ্ছে- হুয়াশান টি হাউসে পরিবেশিত চা, ঠিক এই কারণে অনেক বেশি সুস্বাদু। এই টি হাউসে পৌঁছতে হলে আপনাকে পাড়ি দিতে হবে দীর্ঘ বিপজ্জনক আর ভয়ঙ্কর পাহাড়ি পথ। কারণ এই পথে মৃত্যু ঝুঁকিও রয়েছে। বিশ্বে পর্যটকদের জন্য অন্যতম আকর্ষণীয় স্থান চীনের জিয়ান শহর। এখানকার সুস্বাদু খাবার, বড় বড় মন্দির এবং বিশেষ করে ঐতিহাসিক টেরাকোটার জন্য পর্যটকরা জায়গাটি পছন্দ করেন। শহরের একটু বাইরেই রয়েছে বিস্তৃত পাহাড়। পাহাড়গুলোর মধ্যে অন্যতম হুয়া পাহাড়। এখানেই রয়েছে হুয়াশান টি হাউস। এছাড়াও এখানে কিছু মন্দির এবং বিভিন্ন ধর্মীয় তীর্থস্থান রয়েছে। সমুদ্র পৃষ্ঠ হতে প্রায় সাত হাজার ফুট উঁচুতে অবস্থিত এই চা-ঘরে ক’জনই বা যায়? জেনে অবাক হবেন, এখানে দূর-দূরান্ত থেকে মানুষ আসে কেবল চা-পান করার জন্য। কেননা এই মন্দিরের চা অনেকের কাছেই ধর্মীয় গুরুত্ব বহন করে। জিয়ান শহর থেকে হুয়াশান টি হাউসে যেতে হলে আপনাকে প্রথমেই খাড়া পাহাড় বেয়ে প্রায় দুই ঘণ্টার মতো পথ অতিক্রম করতে হবে। পাহাড়ে ট্র্যাকিং করা যাদের পছন্দ, তারা জায়গাটি বেছে নিতে পারেন। কেননা, ট্র্যাকিং শেষ হলেই আপনার জন্য অপেক্ষা করছে চমৎকার এবং সুস্বাদু এক কাপ চা। তবে খাড়া পাহাড়ি পথ পাড়ি দেয়া মোটেও আরামদায়ক নয়। খাড়া পাহাড়ের গায়ে ছোট ছোট পা রাখার জায়গা কেটে রাখা হয়েছে। সেখানে পা রেখে ধীরে ধীরে আপনাকে সামনে এগিয়ে যেতে হবে। -ওয়েবসাইট
×