ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিদেশী পিস্তলসহ প্রতারক আটক

প্রকাশিত: ০৪:৩৮, ৬ নভেম্বর ২০১৯

বিদেশী পিস্তলসহ প্রতারক আটক

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ নগরীর কর্ণকাঠি এলাকায় অভিযান চালিয়ে বিদেশী পিস্তল ও মাদক দ্রব্যসহ একজনকে আটক করেছে র‌্যাব-৮ এর সদস্যারা। আজ বুধবার দুপুরে র‌্যাব সূত্রে তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়েছে। আটককৃতম জুবায়ের হোসেন সুমন (৪১) নগরীর রূপাতলী এলাকার বাসিন্দা মৃত এমএ মান্নান খানের পুত্র। র‌্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮ এর একটি আভিযানিক দল মঙ্গলবার দিবাগত রাতে বরিশাল-ভোলা রোডের কর্ণকাঠীর বোর্ড স্কুলের সামনে অভিযান চালিয়ে সুমনকে আটক করে। এসময় সুমনের সাথে থাকা ব্যাগে তল্লাশী চালিয়ে এক বিদেশী পিস্তল, চার রাউন্ড গুলি, দুটি ধারালো চাক্কু ও ১৯৫ পিস ইয়াবা জব্দ করা হয়। র‌্যাব আরও জানায়, সুমন একজন অস্ত্রধারী মাদকসেবী, বিক্রেতা ও প্রতারক। সে ২০১৭ সাল থেকে সে টিউবওয়েল স্থাপনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে নিজেকে ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে আঞ্চলিক ডিজিটাল তথ্য কেন্দ্র থেকে বিভিন্ন এলাকার চেয়ারম্যান ও মেম্বারের তথ্য সংগ্রহ করে টিউবওয়েল স্থাপনের প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন সময়ে সাধারণ মানুষকে প্রতারিত করে লাখ লাখ টাকা বিকাশের মাধ্যমে আত্মসাত করেছে। এছাড়াও সে নিজের বিকাশ নম্বর ব্যবহার না করে টাকা গ্রহণের সময় কোন এজেন্টের কাছে গিয়ে তাকে অতিরিক্ত টাকা দিয়ে টাকা ক্যাশ আউট করাতেন। এভাবে সে কক্সবাজার, সিলেট, ঢাকাসহ দেশের বিভিন্নস্থান থেকে প্রচুর অংকের টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাত করেছেন। এছাড়াও সে অস্ত্র ব্যবহার করে বিভিন্ন অপকর্ম করতেন বলেও র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি দিয়েছে। এ ঘটনায় র‌্যাবের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
×