ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

খামারিদের ঝুঁকি কমাবে ফিনিক্সের ক্যাটেল ইনস্যুরেন্স পলিসি

প্রকাশিত: ০৯:০১, ২৩ অক্টোবর ২০১৯

খামারিদের ঝুঁকি কমাবে ফিনিক্সের ক্যাটেল ইনস্যুরেন্স পলিসি

অর্থনৈতিক রিপোর্টার ॥ আধুনিক প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশে প্রথমবারের মতো গবাদিপশুর জন্য বীমা চালু করেছে ফিনিক্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। খামারিদের গবাদি পশুকে বীমার আওতায় আনতে ‘ক্যাটেল ইনন্স্যুরেন্স পলিসি’ নামে এই প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে ১ সেপ্টেম্বর থেকে চালু করা হয়েছে। এই পলিসির মাধ্যমে ৫ থেকে ৬ বছর মেয়াদের জন্য গরু-মহিষ তথা গবাদিপশুকে বীমার আওতায় আনা হচ্ছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, বীমার আওতায় আসা গবাদিপশু চুরি হলে, হারিয়ে গেলে অথবা কোনো রোগে আক্রান্ত হয়ে মারা গেলে সম্পূর্ণ ক্ষতিপূরণ দেওয়া হবে। এছাড়াও দুর্ঘটনায় আহত বা রোগে আক্রান্ত হয়ে বীমা করা কোনো গবাদি পশু স্থায়ীভাবে পঙ্গু হলে তার চিকিৎসা ও ক্ষতিপূরণ দেবে ফিনিক্স ইন্স্যুরেন্স। দেশে প্রথমবারের মতো চালু হওয়া এই ক্যাটেল ইন্স্যুরেন্স পলিসির আইটি সাপোর্ট দিচ্ছে আইটি প্রতিষ্ঠান সূর্যমুখী। ফিনিক্স ইন্স্যুরেন্স কোম্পানি এখন গবাদিপশুকে ইন্স্যুরেন্সের আওতায় নিয়ে আসায় খামারিদের জন্য ঋণ পাওয়া সহজ হবে। প্রাথমিকভাবে এই সুযোগ থাকছে কেবল খামারিদের জন্যই। প্রতিটি গবাদি পশুর বীমা অঙ্ক ৫০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ২ লাখ ৫০ হাজার টাকা। কোনো পশু অসুস্থ হলে কিংবা আহত হয়ে পঙ্গু হলে তার পুরো চিকিৎসার ব্যয়ভার বহন করবে বীমা কোম্পানি। প্রথম অবস্থায় পাঁচটি খামারের দেড় শতাধিক গরুকে ‘ক্যাটেল ইন্স্যুরেন্স পলিসি’র আওতায় আনা হয়েছে। খামারগুলো হলো সেঞ্চুরি ডেইরি (পূর্বাচল), আবদুর রহমান ডেইরি (ভবানিপুর), শিল্পীয়া ডেইরি (পাবনা), অফাদ ডেইরি (পাবনা) ও রাজধানীর উত্তরখানের সরকার ডেইরি। ক্যাটেল ইন্স্যুরেন্স পলিসি অন্যতম উদ্যোক্তা ফনিক্স ইন্স্যুরেন্সের ডিজিএম নাহিদ সুলতানা বলেন, পৃথিবীর অধিকাংশ দেশে ক্যাটেল ইন্স্যুরেন্স রয়েছে। বাংলাদেশে নেই কেন, এটা নিয়ে আমি ভাবতাম। পরে ফিনিক্স ইন্স্যুরেন্স ও আইটি ফার্ম সূর্যমুখীর মধ্যে সমন্বয়ের কাজটি আমিই করেছি। এর ফলেই এখন ক্যাটেল ইন্স্যুরেন্স চালু হয়েছে আমাদের দেশেও।
×