ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

লটারিতে জিতলেন দ্বীপ

প্রকাশিত: ১০:২৯, ১৯ অক্টোবর ২০১৯

 লটারিতে জিতলেন দ্বীপ

ভারতীয় বংশোদ্ভূত পর্তুগিজ নাগরিক ব্রেন্ডন লোপেস (২৭) কাজের সূত্রে থাকেন সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। সঙ্গে থাকেন মা-বাবাও। বহুদিন ধরে ভাড়া বাসায় বাস করলেও কখনও বাড়ি কেনার চিন্তা করেননি। তিনিই লটারিতে জিতে নিয়েছেন পুরো একটা দ্বীপ। লোপেস পেশায় একজন চলচ্চিত্র নির্মাতা ও ডিজে। সম্প্রতি এমিরেটস এনবিডির ডিজিটাল লাইফস্টাইল ব্যাংকের ‘উইন এ প্রাইভেট ল্যান্ড’ প্রতিযোগিতায় অংশ নেন। তাতে পুরস্কার হিসেবে পান দ্বীপটি। আয়তন প্রায় পাঁচটি ফুটবল মাঠের সমান। দ্বীপটি কানাডার নোভা স্কোটিয়া অঞ্চলে অবস্থিত। পাশাপাশি এক লাখ আমিরাতি দিরহাম পুরস্কার পেয়েছেন। বর্তমানে ওই দ্বীপের বাজার মূল্য ৫০ হাজার থেকে এক লাখ মার্কিন ডলার। চলতি বছরের এপ্রিলে আমিরাতের ডিজিটাল লাইফস্টাইল ব্যাংক এমিরেটস এনবিডি লিভের সহায়তায় একটি ক্যাম্পেন শুরু করে। ওই ক্যাম্পেনের অংশ হিসেবে লিভের ব্যবহারকারীদের মধ্যে সর্বোচ্চ লিভিয়ন পয়েন্টধারীদের প্রত্যেক মাসে বাছাই করা হয়। এছাড়াও বিক্ষপ্তিভাবে আরও ১৫ জনকে চূড়ান্ত পর্বের জন্য বাছাই করে কর্তৃপক্ষ। পরে ২০ প্রতিযোগীকে নিয়ে অনুষ্ঠিত হয় চূড়ান্ত পর্ব। সেই পর্বে সবাইকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হন লোপেজ। -খালিজ টাইমস
×