ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

জামায়াতকে অবিলম্বে তালাক দিন ॥ বিএনপির প্রতি ডাঃ জাফরুল্লাহ

প্রকাশিত: ১০:২৮, ১৯ অক্টোবর ২০১৯

 জামায়াতকে অবিলম্বে তালাক দিন ॥ বিএনপির প্রতি ডাঃ জাফরুল্লাহ

স্টাফ রিপোর্টার ॥ বিএনপিকে দীর্ঘদিনের জোটসঙ্গী দেশের স্বাধীনতাবিরোধী দল জামায়তের সঙ্গ ছাড়ার পরামর্শ দিয়ে জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ও গণস্বাস্থ্য কেন্দ্রর প্রতিষ্ঠাতা ডাঃ জাফরুল্লাহ চৌধুরী দলটির হাইকমান্ডের উদ্দেশে বলেছেন, অবিলম্বে জামায়াতকে তালাক দিন। শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয়তাবাদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এ্যাসোসিয়েশন আয়োজিত মানববন্ধনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ পরামর্শ দেন। উল্লেখ্য, এর আগেও বেশ ক’বার বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট থেকে জামায়াতকে বাদ দেয়ার দাবি জানিয়েছেন দলটির থিমট্যাঙ্ক হিসেবে পরিচিত মুক্তিযোদ্ধা ডাঃ জাফরুল্লাহ চৌধুরী। কিন্তু বিএনপি হাইকমান্ড জামায়াতের ভোটব্যাংকের হিসেব করতে গিয়ে এ দলটিকে সবসময় কাছে রাখার চেষ্টা করে যাচ্ছে। অবশ্য, ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে শোচনীয়ভাবে পরাজয়ের পর বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরাও জামায়াতের সঙ্গ ত্যাগের দাবি জানাতে থাকে। কিন্তু তাদের দাবির প্রতি কোন কর্ণপাত করছে না দলের সিনিয়র নেতারা। শুক্রবার মঞ্চে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরুর পাশে বসেই ডাঃ জাফরুল্লাহ চৌধুরী বলেন, এখানে আমীর খসরু সাহেব আছেন। তার সামনেই বলছি আপনারা জামায়াতকে তালাক দিন। দেশে ভোটের অধিকার ফিরিয়ে আনা আপনাদেরই দায়িত্ব, জনগণ তাকিয়ে আছে। আপনাদেরকে এখন সবরকম বিভেদ ভুলে গিয়ে একত্রিত হতে হবে। জামায়াতকে একটু তালাক দিয়ে আপনারা রাস্তায় নামেন। দেখবেন দেশের মানুষ আপনাদের সঙ্গে আছে। এতে দেশের গণতন্ত্রের মুক্তি আসবে, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ারও মুক্তি হবে।
×