ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শরীয়তপুরে ইলিশ পরিবহনের দায়ে ৩ পুলিশ সদস্য বরখাস্ত

প্রকাশিত: ০৯:১৬, ১৭ অক্টোবর ২০১৯

শরীয়তপুরে ইলিশ পরিবহনের দায়ে ৩ পুলিশ সদস্য বরখাস্ত

নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর ॥ সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ পরিবহনের দায়ে শরীয়তপুর জেলা পুলিশ লাইন্সের তিন পুলিশ সদস্যকে চাকুরী থেকে বরখাস্ত করা হয়েছে। শরীয়তপুর জেলা পুলিশ সুপার আব্দুল মোমেন পিপিএম তাদেরকে বরখাস্ত করেন। বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা হলেন শরীয়তপুর পুলিশ লাইন্সের মোটরযান বিভাগে দায়িত্বরত এস আই মন্টু মিয়া, কনস্টেবল হৃদয় ও সনজিত। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুধবার রাত ১১টার পর থেকে পুলিশ লাইন্স সংলগ্ন পানি উন্নয়ন বোর্ড সড়ক দিয়ে পুলিশ সদস্যরা মা ইলিশ বহন করে নিয়ে যাচ্ছিল- এমন সংবাদ পেয়ে স্থানীয় আওয়ামী লীগ দলীয় নেত-কর্মী ও সাধারণ জনতা তাদের ইলিশ মাছসহ আটক করে। এই সংবাদ পেয়ে উপজেলা ও জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাগণ ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাহাবুবুর রহমান শেখ মা ইলিশ জব্দ করে বিভিন্ন এতিম খানায় প্রদান করেন। তখন পুলিশ লাইন্সের আবাসিক পুলিশ পরিদর্শক অভিযুক্ত পুলিশ সদস্যদের জিম্মায় গ্রহন করে পুলিশ লাইন্সে নিয়ে যায়। পুলিশ লাইন্সে বসেই অভিযুক্ত পুলিশ সদস্যদের বরখাস্ত আদেশে স্বাক্ষর করেন পুলিশ সুপার আব্দুল মোমেন পিপিএম। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার আল মামুন শিকদার, পুলিশ সুপার কার্যালয়ের ডিআইও-১ আজাহারুল ইসলাম ও পালং মডেল থানা অফিসার ইনচার্জ মো. আসলাম উদ্দিন উপস্থিত ছিলেন। পুলিশ সুপার আব্দুল মোমেন বলেন, আমি পুলিশ সদস্যদের দায়িত্ববান হতে অনেক বুঝিয়েছি। মা ইলিশ রক্ষা করা জাতীয় ইস্যু। প্রধানমন্ত্রীর নির্দেশে সকল নেতাকর্মীগণ ও সাধারণ মানুষ সচেতন হয়েছে। কিন্তু পুলিশ সদস্যরা আমার কথা বুঝতে পারেনি। যারা নিষেধাজ্ঞা অমান্য করেছে তাদের পুলিশে চাকুরি করার যোগ্যতা নাই। আজ যারা ইলিশ বহন করেছে তাদের বরখাস্ত করা হয়েছে। উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা হয়েছে। তারা যেন ৬০ কার্য দিবসের মধ্যে বাড়ি চলে যেতে পারে সেই ব্যবস্থাও করা হবে।
×