ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভোলায় ককটেল বিস্ফরনে দুই শিশু আহত, দুই ককটেল উদ্ধার

প্রকাশিত: ০৯:৫০, ১৬ অক্টোবর ২০১৯

ভোলায় ককটেল বিস্ফরনে দুই শিশু আহত, দুই ককটেল উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, ভোলা ॥ ভোলায় পরিত্যক্ত ককটেল নিয়ে খেলতে গিয়ে বিস্ফরনে শাহাদাত (০৯) ও মোঃ রনি (০৮) নামে দুই শিশু আহত হয়েছেন। আহত শিশুদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুইটি ককটেল উদ্ধার করেছে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের চরজংলা গ্রামের মাকসুদুর রহমানের ছেলে স্থানীয় চতুর্থ শ্রেণীর ছাত্র শাহাদাত ও আব্দুল সাত্তারের ছেলে তৃতীয় শ্রেনী ছাত্র মোঃ রনি সাড়ে ৩টার দিকে খেলা করছিল। ওই সময় রনি লাল টেপ পেচানো ৩টি বস্তু দেখতে পায়। তারা বল ভেবে হাতে তুলে নেয়। এ সময় ১টি ককটেল বিস্ফরন হয়ে তারা দুই জন আহত। ওই সময় রনির মা মমতাজ বেগম ককটেল বিস্ফরনের শব্দ পেয়ে বাগানে গিয়ে আহত অবস্থায় স্থানীয়দের সহযোগীয় তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন। ভোলা মডেল থানার ওসি মোঃ এনায়েত হোসেন জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুইটি ককটেল উদ্ধার করেছে। আমরা পুরো বিষয়টি তদন্ত করছি। উল্লেখ্য, গত সোমবার শিবপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার পদে উপ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের ১ দিন পর ৭ নং ওয়ার্ডে এই ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটে।
×