ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

উত্তরখানে তুচ্ছ ঘটনার জেরে স্কুল শিক্ষার্থী খুন

প্রকাশিত: ১১:১৩, ১৬ অক্টোবর ২০১৯

উত্তরখানে তুচ্ছ ঘটনার জেরে স্কুল শিক্ষার্থী খুন

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর উত্তরখানে তুচ্ছ ঘটনার জের ধরে চাচাত ভাইয়ের ছুরিকাঘাতে রিয়াদ (১৬) নামে এক স্কুল শিক্ষার্থী খুন হয়েছে। এতে নিহতের দুই ভাই শামীম (২৭) ও রিজন (১৮) আহত হয়েছেন। নিহত রিয়াদের বাবার নাম রাজা মিয়া। তারা উত্তরখান বালুর মাঠের সরকার বাড়ি এলাকায় সপরিবারে থাকেন। নিহতের খালাত ভাই মোঃ রহমত উল্লাহ জানান, রিয়াদ আনোয়ারা মডেল টার্স্ট স্কুলের ৮ম শ্রেণীর শিক্ষার্থী ছিল। তিনি জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সোমবার রাত ১১টার দিকে চাচাত ভাই স্বপন রিয়াদ, তার দুই ভাই শামীম ও রিজনকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাদেরকে আহত অবস্থায় প্রথমে টঙ্গী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থা অবনতি হলে মধ্যরাতে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। পরে চিকিৎসকের পরামর্শে রিয়াদকে আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বেলা ১১টার দিকে রিয়াদের মৃত্যু হয়। আর নিহত রিয়াদের দুই ভাইকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, উত্তরখানের বালুর মাঠ এলাকায় সোমবার রাত ১১টার দিকে চাচাত ভাই স্বপনসহ আরও অনেকে মিলে পারিবারিক কোন বিষয় নিয়ে ঝগড়া হয়। একপর্যায়ে চাচাত ভাই স্বপন পকেটে থাকা ধারালো ছোরা দিয়ে রিয়াদ ও তার দুই ভাইকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে। পরে আহত অবস্থায় মধ্যরাতে তাদেরকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে রিয়াদের মৃর্ত্যু হয়। এই ঘটনায় আসামি স্বপনও আহত হয়েছেন।
×