ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

সাতক্ষীরা কেন্দ্রীয় বাস টার্মিনাল দখল নিয়ে সংঘর্ষে আহত ১০

প্রকাশিত: ০৯:২৯, ১৬ অক্টোবর ২০১৯

সাতক্ষীরা কেন্দ্রীয় বাস টার্মিনাল দখল নিয়ে সংঘর্ষে আহত ১০

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ সাতক্ষীরা কেন্দ্রীয় বাসটার্মিনালের দখল নিয়ে মালিক পক্ষের দুগ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষের ১০ জন আহত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনাটি ঘটে। এদিকে ঘটনার পর সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার ইলতুৎমিশের নেতৃত্বে বিপুলসংখ্যক পুলিশ টার্মিনালে অবস্থান নেয়। পরিস্থিতি সামাল দিতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল মোল্যার নেতৃত্বে টার্মিনালের মালিক সমিতির অফিস কক্ষ সিলগালা করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে মালিক সমিতি থেকে বিতাড়িত গ্রুপের সদস্যরা অধ্যাপক আবু আহমেদের নেতৃত্বে টার্মিনালে গেলে সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবির গঠন করা মালিক সমিতির সদস্যদের সঙ্গে সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় উভয়পক্ষের ১০ জন আহত হয়। আহতদের ৩ জনকে সাতক্ষীরা সদর হাসপাতালে ও অন্যদের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। মালিক সমিতির সর্বশেষ আহ্বায়ক অধ্যাপক আবু আহমেদ জানান, গত ৬ এপ্রিল শহরের লেকভিউতে মালিক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ঐ সভায় নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। এর পরদিন ৭ মে সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি স্বাক্ষরকৃত ১৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করা হয় এবং ঐ কমিটি টার্মিনাল দখল করে নেয় ও বাস বন্ধ করে দেয়। আবু আহমেদ আরও জানান, সকাল সাড়ে ১০টার দিকে তিনিসহ অন্য মালিকরা বাস বন্ধের কারণ জিজ্ঞাসা করতে টার্মিনালে যান। এ সময় সাবু গ্রুপের লোকজন তাদের ওপর চড়াও হয়।
×