ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

প্রবাসীকল্যাণে নতুন সচিব, ট্যারিফ কমিশনে চেয়ারম্যান

প্রকাশিত: ০০:৫৬, ২৪ সেপ্টেম্বর ২০১৯

প্রবাসীকল্যাণে নতুন সচিব, ট্যারিফ কমিশনে চেয়ারম্যান

অনলাইন রিপোর্টার ॥ প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দেয়া হয়েছে। অপর দিকে বাংলাদেশ ট্যারিফ কমিশনে নতুন চেয়ারম্যান নিয়োগ পেয়েছেন। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়েছে। দু’জন অতিরিক্তি সচিবকে সচিব হিসেবে পদোন্নতি দেয়ার পর এই দুটি স্থানে তাদের পদায়ন করা হয়। জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. সেলিম রেজাকে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব নিয়োগ পেয়েছেন। বাংলাদেশ ট্যারিফ কমিশনের চেয়ারম্যান (সচিব) নিয়োগ পেয়েছেন রাজশাহীর বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. নূর-উর রহমান। প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব চালিয়ে আসা রৌনক জাহান ও ট্যারিফ কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব চালিয়ে আসা জ্যোতির্ময় দত্ত অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাচ্ছেন। এ জন্য তাদের দু’জনকেই বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে।
×