ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

জবিকে বাস উপহার কেন্দ্রকরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা

প্রকাশিত: ০৩:৩৪, ২৫ ফেব্রুয়ারি ২০১৮

জবিকে বাস উপহার কেন্দ্রকরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা

জবি সংবাদদাতা ॥ জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে (জবি) ম্যাকসন্স গ্রুপের পক্ষ থেকে একটি যাত্রীবাহি বাস উপহারকে কেন্দ্রকরে বিক্ষুব্ধ হয়ে উঠেছে সাধারণ শিক্ষার্থীরা। তাদের অভিযোগ শিক্ষার্থীদের আবাসন সংকটের পাশাপশি রয়েছে তীব্র পরিবহন সংকট। অথচ বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবরই বিভিন্ন প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীদের জন্য উপহার স্বরূপ পাওয়া পরিবহন ব্যবহার করছে শিক্ষকরা। রবিবার একটি অত্যাধুনিক ত্রিশ আসন বিশিষ্ট বাস বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট হস্তান্তর করলে তারা বিক্ষুব্ধ হয়ে ওঠে। বিক্ষুব্ধদের মধ্যে কয়েকজন ওই বাসটি সাধারণ শিক্ষার্থীদের জন্য বরাদ্ধের দাবি জানিয়ে বলেন, ইতোমধ্যে শিক্ষার্থীদের যাতায়াতের সমস্যা কিছুটা লাঘবের লক্ষ্যে মেঘনা গ্রুপ শিক্ষার্থীদের জন্য দুটি বাস এবং শিক্ষকদের জন্য দুটি মাইক্রোবাস উপহার দেয়। কিন্তু জবি প্রশাসন বাসগুলোও বরাদ্দ দিয়েছে শিক্ষকদের। এর পরিবর্তে শিক্ষার্থীদের দেওয়া হয়েছে শিক্ষকদের পুরনো দুটি বাস। পরিবহন সংকটে ভোগা শিক্ষার্থীরা এভাবে বাস 'দখলে' নেওয়ায় ক্ষুব্ধ হয়েছেন। সম্প্রতি পাওয়া এই বাসটি সাধারণ শিক্ষার্থীদের জন্য বরাদ্ধ না দিলে আন্দোলনেরও হুঁশিয়ারি দিয়েছেন তারা। বাস হস্তান্তর অনুষ্ঠানের সভাপতিত্বে জবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ. কে. এম. মনিরুজ্জামান জনকণ্ঠকে বলেন, এই বাসটি শিক্ষক সমিতির উদ্যোগে উপহার হিসেবে পাওয়া গেছে। আর এটি শিক্ষকরাই ব্যবহার করবেন। তবে আগামি সপ্তাহে শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নতুন করে বিআরটিসি থেকে নতুন করে আরও তিনটি বাস বরাদ্ধ নেওয়া হবে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় ভিসি অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে গাড়ি প্রদানের মাধ্যমে ম্যাকসন্স স্পিনিং মিলস্ লিমিটেড ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাঝে অটুট বন্ধন সৃষ্টি হয়েছে। বাসটি প্রাপ্তির ফলে বিশ্ববিদ্যালয়ের পরিবহণ সমস্যা অনেকাংশে হ্রাস পাবে। বাংলাদেশের উচ্চশিক্ষার প্রতিষ্ঠানসমূহে পরিবহণ ও আবাসন সমস্যাসহ যেসকল সমস্যা রয়েছে, তার সবগুলো সরকারের একার পক্ষে সমাধান করা সময় সাপেক্ষ। সমাজের বিত্তশালী ও বৃহৎ প্রতিষ্ঠানগুলো এগিয়ে আসলে সমস্যাসমূহ দ্রুত লাঘব করা সম্ভব হবে।
×