ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

কুয়েতে ফিলিপিনো নারী হত্যাকাণ্ডে আটক ১

প্রকাশিত: ১৮:৫১, ২৪ ফেব্রুয়ারি ২০১৮

কুয়েতে ফিলিপিনো নারী হত্যাকাণ্ডে আটক ১

অনলাইন ডেস্ক ॥ কুয়েতে ফ্রিজে আটকে ফিলিপাইন নারী জোহানা ডেমেফেলিসকে (২৯) হত্যার ঘটনায় জড়িত সন্দেহে লেবাননের এক নাগরিককে আটক করা হয়েছে। ইন্টারপোলের সহযোগিতায় সন্দেহভাজন নাদর ইসাম আসাফকে শুক্রবার নিজ দেশ লেবানন থেকে আটক করা হয়। ফিলিপাইনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসি এ খবর প্রকাশ করেছে। সন্দেহ করা হচ্ছে আটক নাদর ইসামের স্ত্রী সিরিয়ান নাগরিক মনাও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। আইন-শৃঙ্খাল বাহিনীর সদস্যরা তাকে খুচ্ছেন। ধারণা করা হচ্ছে তিনি সিরিয়াতে অবস্থান করছেন। এক সপ্তাহ আগে একটি ফ্ল্যাটে ফ্রিজের মধ্যে জোহানাকে মৃত অবস্থায় পাওয়া যায়। তার গায়ে আঘাতের চিহ্ন ছিল। কয়েক বছর আগে গৃহপরিচারিকার কাজ করতে কুয়েত যান জোহানা। এক বছররের বেশি সময় আগে তিনি নিখোঁজ হন । এক সপ্তাহ আগে পরিত্যাক্ত ওই ফ্ল্যাটে জোহানার লাশ পাওয়ার পর, কুয়েতে অবস্থানরত ফিলিপাইনের লোকজনের মধ্যে উৎকন্ঠা সৃষ্টি হয়। এরইমধ্যে ফিলিপাইনের অনেক নাগরিক কুয়েত সফর বাতিল করেছেন। ফিলিপাইনের পররাষ্ট্র সচিব অ্যালান পিটার কায়তেনো এ খবর শোনার পর সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, জোহানা হত্যার বিচার হবে। যার প্রথম পদক্ষেপ হিসেবে জড়িতদের একজনকে আটক করা হয়েছে। ন্যায় বিচার নিশ্চিতে যা যা করা দরকার, তার সবই করবে বলে ফিলিপাইন সরকারকে আশ্বস্ত করেছে কুয়েত সরকার। ফিলিপিনো কর্মকর্তারা বলেন, যেদিন জোহানার লাশ পাওয়া গেল, তার পর থেকে অন্তত এক হাজার ফিলিপিনো নারী কুয়েত থেকে নিজ দেশে ফেরার আবেদন করেছেন। যারা সবাই কুয়েতে গৃহপরিচারিকার কাজ করেন। ফিলিপাইনের প্রায় ২ লাখ ৫২ হাজার নাগরিক কুয়েতে অবস্থান করছেন। সূত্র ॥ বিবিসি
×