ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

সরকার চায় নির্বাচনে সকলে দলের সক্রিয় অংশগ্রহন ॥ ইনু

প্রকাশিত: ০০:৫০, ২৩ ফেব্রুয়ারি ২০১৮

সরকার চায় নির্বাচনে সকলে দলের সক্রিয় অংশগ্রহন ॥  ইনু

অনলাইন রিপোর্টার ॥ তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বর্তমান সরকার কাউকে নির্বাচনের বাইরে রাখতে চায় না, আবার নির্বাচনে ডাকতেও চায় না। আদালত কোনো অপরাধীকে সাজা দিলে তিনি নির্বাচনের বাইরে থাকলে সরকার দায়ী নয়। আজ শুক্রবার সকালে কুষ্টিয়া সার্কিট হাউজে জাসদ নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, কোনো সাজাপ্রাপ্ত ব্যক্তি যদি বিচারপ্রার্থী হয়, তাহলে উচ্চ আদালতে আইনি লড়াইয়ের অধিকার তার আছে। তবে মনে রাখতে হবে অপরাধী ছাড়া নির্বাচনের দরজা সবার জন্য খোলা। ইনু বলেন, সহায়ক সরকারের প্রস্তাব এবং খালেদা জিয়ার সাজা এ দুই বিষয়কে উছিলা করে বিএনপি নির্বাচন বানচালের চক্রান্ত করছে। দলের নেতাকর্মীর সাজা হলে দলের নিবন্ধন বাতিল হয় না। সুতরাং বিএনপি ভোট করতে পারে। এ সময় কুষ্টিয়া জেলা প্রশাসক মো. জহির রায়হান, জেলা জাসদ সভাপতি গোলাম মহসিন, মিরপুর উপজেলা জাসদ সাধারণ সম্পাদক শেখ আহম্মদ আলীসহ জাসদ ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
×