ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

বিপন্ন প্রজাতির কচ্ছপ বিক্রির অপরাধে তিনজনের ৯ মাসের কারাদন্ড

প্রকাশিত: ০০:২৮, ২৩ ফেব্রুয়ারি ২০১৮

বিপন্ন প্রজাতির কচ্ছপ বিক্রির অপরাধে তিনজনের ৯ মাসের কারাদন্ড

স্টাফ রিপোর্টার ॥ বিপন্ন প্রজাতির কচ্ছপ বিক্রির অপরাধে পুরানো ঢাকার শাখারী বাজারে ৩ জনকে ৯ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। দন্ডপ্রাপ্তরা হচ্ছে, দীপক নন্দী (৫৫), পনির চন্দ্র দাস (৪০) ও ময়না রানী দাস। শুক্রবার সকাল ৯টায় র্যাব-১০ বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের টিমে ভ্রাম্যমান আদালত এই সাজা দেন। র্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সারওয়ার আলম জানান, ১২/১৪ জনের একটি সংঘবদ্ধ চক্র মুন্সিগঞ্জ ও নরসিংদী থেকে কচ্ছপ সংগ্রহ, সংরক্ষণ ও বিক্রি করে আসছিল। সকালে পুরানো ঢাকার শাখারীবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে হাতেনাতে কচ্ছপসহ আটক করা হয়। তারা আদালতের কাছে কচ্ছপ ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। পরে বন্যপ্রাণী সংরক্ষণ আইন ২০১২ এর বিধান অনুযায়ী ৯ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। র্যাব-১০ এ বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম কুমার মল্লিক জানান, পনির চন্দ্র নামে আটক ব্যক্তিকে ইতোপূর্বে একই ব্যবসায় জড়িত থাকায় ৬ মাসের কারাদণ্ড দিয়েছিলেন ভ্রাম্যমাণ আদালত। ৪ মাস জেল খেটে পুনরায় কচ্ছপ ব্যবসায় জড়িয়ে যায়। র্যাব-১০ এর সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী জানান, দীর্ঘদিন ধরে দন্ডপ্রাপ্তরা বিলুপ্তপ্রায় ও বিক্রয় নিষিদ্ধ কচ্ছপ শিকার ও বিক্রি করে আসছিল। জব্দকৃত কচ্ছপগুলো জাতীয় উদ্যানে উন্মুক্ত স্থানে ছেড়ে দেয়া হয়েছে।
×