ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জামালপুরে পল্লী সঞ্চয় ব্যাংকসহ সরকারি তিনটি কার্যালয়ে চুরি

প্রকাশিত: ০০:২৯, ২১ ফেব্রুয়ারি ২০১৮

জামালপুরে পল্লী সঞ্চয় ব্যাংকসহ সরকারি তিনটি কার্যালয়ে চুরি

নিজস্ব সংবাদদাতা, জামালপুর ॥ জামালপুর সদর উপজেলা পরিষদ চত্বরে একটি বাড়ি একটি খামার প্রকল্পের পল্লী সঞ্চয় ব্যাংকসহ সরকারি তিনটি কার্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। ওই দপ্তরগুলোর আলমিরা ও টেবিলের ড্রয়ারের কাগজপত্র তছনছ ও নগদ ১৮ হাজার ৭০০ টাকা চুরি হয়েছে। মঙ্গলবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। এদিকে আজ বুধবার দুপুরে ওই ঘটনার সাথে জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ। খোঁজ নিয়ে জানা গেছে, জামালপুর সদর উপজেলা পরিষদ চত্বরে একটিবাড়ি একটি খামার প্রকল্পের পল্লী সঞ্চয় ব্যাংক, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড-বিআরডিবি’র উপজেলা প্রকল্প কর্মকর্তার কার্যালয় ও জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের উপসহকারী প্রকৌশলীর কার্যালয়ে এ চুরির ঘটনা ঘটে। বিআরডিবির নৈশপ্রহরী রুবেল মিয়া ২১ ফেব্রুয়ারি ভোরে বিআরডিবি’র উপজেলা প্রকল্প কর্মকর্তার কার্যালয়ের দরজা খোলা দেখে সবাইকে জানান। পরে দেখা যায়, বিআরডিবি কার্যালয়সহ পল্লী সঞ্চয় ব্যাংক ও উপ-সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলীর কার্যালয়ের দরজার তালা ভেঙে ভেতরে আলমিরা ও টেবিলের ড্রয়ারের তালা ভেঙে কাগজপত্র তছনছ করেছে। সিসি ক্যামেরার ঝামেলা এড়াতে অন্ধকার স্থানে সীমানা দেয়ালের নিচে সিঁধকেটে উপজেলা পরিষদ চত্বরে ঢুকে চুরির ঘটনা ঘটায় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এ ব্যাপারে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিমুল ইসলাম বলেন, রাতে সরকারি গুরুত্বপূর্ণ দপ্তরের ভেতরে আমাদের পুলিশের কোনো কাজ থাকে না। তবে উপজেলা পরিষদের নৈশপ্রহরীরা ঠিক মতো দায়িত্ব পালন করলে এ ধরনের চুরির কোনো আশঙ্কা থাকে না। মঙ্গলবার রাতের চুরির ঘটনায় থানায় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের থানায় অভিযোগ দিতে বলেছি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনার সাথে জড়িত তিনজনকে আটক করা হয়েছে। জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডা. মোহাম্মদ মফিজুর রহমান বলেন, সিসি ক্যামেরায় সেন্দহভাজন কাউকে পাওয়া যাযনি। তিনটি দপ্তরে চুরির ঘটনার পর সংশ্লিষ্ট দপ্তরগুলোর প্রধান কর্মকর্তাদের থানায় মামলা দায়ের করতে বলেছি। একই সাথে সব দপ্তরের নৈশপ্রহরীদের সতর্ক করা হয়েছে।
×