ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর বাবার মৃত্যু

প্রকাশিত: ০২:১২, ৮ ফেব্রুয়ারি ২০১৮

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর বাবার মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ জেলার রাণীশংকৈলে বাবার শোকে এক কন্যা চোখের পানি ফেলতে ফেলতে এসএসসি পরীক্ষা দিয়েছে । বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় এসএসসি পরীক্ষার্থী ওই মেয়েকে নিয়ে মোটরসাইকেল যোগে কেন্দ্রে রওনা হয়েছিলেন বাবা আব্দুর রহিম (৪৭)। কিন্তু পথের মাঝে দ্রুতগামী একটি পাওয়ার ট্রলির ধাক্কায় বাবার করুণ মৃত্যু হয়। পরে বাবার লাশ রেখে পরীক্ষায় অংশ নেয় পরীক্ষার্থীনী কন্যা সুমী আক্তার (১৫)। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে উপজেলার রাতোর গ্রামের আব্দুর রহিম তার মেয়ে সুমী আক্তারকে নিয়ে মোটর সাইকেলে এসএসসি পরীক্ষা কেন্দ্রে পৌছে দিতে যাচ্ছিলেন। পথিমধ্যে রাতোর সড়কের নেকমরদ কলেজ সংলগ্ন গরগাও জোড়া ব্রিজের কাছে বর্গা মোড় এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি পাওয়ার ট্রলি তাদের ধাক্কা দেয়। এতে সুমির বাবা আঃ রহিম গুরুতর ভাবে আহত হলে পথচারীরা তাকে নেকমরদ বাজারে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যান। এসময় ডাঃ আলতাব হোসেন তাকে মৃত বলে ঘোষনা করেন। অন্যদিকে পথচারীরা রাতোর উচ্চ বিদ্যালয়ের ছাত্রী সুমিকে নেকমরদ আলিম উদ্দীন উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিলে সে চোখের পানি ফেলতে ফেলতে এসএসসি পরীক্ষা দেয়। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান এনামুল হক নিহত আঃ রহিমের লাশ পরিবারের কাছে হস্তান্তর করেন। পরীক্ষা শেষে স্কুল কর্তৃপক্ষ ও সহপার্টিরা সুমিকে বাসায় পৌঁছে দিলে সেখানে হৃদয়বিদারক দৃশ্যের অবতারনা হয় এবং উপস্থিত সকলের কান্নার রোলে আকাশ-বাতাস ভারী হয়ে উঠে। মৃত আঃ রহিম উপজেলার রাতোর ইউনিয়নের আটকোরা গ্রামের থেবদেরু মোহাম্মদের ছেলে। এ ব্যাপারে রানীশংকৈল থানার এসআই আবু তালেব জানান, বিষয়টি স্থানীয় ভাবে আপোষ করেছে, থানায় কোন মামলা হয়নি। ওসি আব্দুল মান্নান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
×