ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জামালপুরে ২টি সিএনজি ভাংচুর

প্রকাশিত: ০১:২৩, ৮ ফেব্রুয়ারি ২০১৮

জামালপুরে ২টি সিএনজি ভাংচুর

নিজস্ব সংবাদদাতা, জামালপুর ॥ বেগম খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায় ঘোষণার পর বৃহস্পতিবার মামলার রায় প্রত্যাখান করে জামালপুর পৌর এলাকার রশিদপুরে বিএনপি নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল বের করেছে। তারা সেখানে দু’টি সিএনজি অটোরিকশা ভাংচুর করে। ছাত্রদলের একাংশের নেতা দর্শন চৌধুরীর নেতৃত্বে শহরে বিক্ষোভ মিছিল বের হলে শহর জুড়ে আতঙ্ক ছড়িয়ে পরে। শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ হয়ে গেছে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। জেলার বকশীগঞ্জে বিএনপির পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করে বেগম খালেদা জিয়ার মামলার রায় প্রত্যাখান করে তীব্র নিন্দা জানিয়েছে। অপরদিকে আদালতের রায়কে স্বাগত জানিয়ে জামালপুর শহর আওয়ামী লীগ বেলা তিনটার দিকে শহরের বকুলতলা থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলে নেতৃত্ব দেন জামালপুর শহর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম। মিছিলে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা যুবলীগ, শ্রমিকলীগ ও স্বেচ্ছাসেবকলীগসহ সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।
×