ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এনসিসি ব্যাংকের ৪০০ কোটি টাকার বন্ড অনুমোদন

প্রকাশিত: ০০:১৫, ২৩ জানুয়ারি ২০১৮

এনসিসি ব্যাংকের ৪০০ কোটি টাকার বন্ড অনুমোদন

অর্থনৈতিক রিপোর্টার ॥ নন-কনভার্টেবল সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যু করে ৪০০ কোটি টাকা মূলধন সংগ্রহের অনুমোদন পেয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান এনসিসি ব্যাংক। মঙ্গলবার ৬২৫তম কমিশন সভায় এ বন্ড অনুমোদনের সিদ্ধান্ত নেয় শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। টায়ার-টু মূলধন ভিত্তির শর্ত পূরণে এ বন্ড ইস্যু করবে প্রতিষ্ঠানটি। পূর্ণ অবসায়নযোগ্য নন-কনভার্টেবল আনলিস্টেড সাব-অর্ডিনেটেড এ বন্ডের মেয়াদ হবে ৭ বছর। ব্যাংক, স্থানীয় আর্থিক প্রতিষ্ঠান, ইন্স্যুরেন্স কোম্পানি, কর্পোরেট বডি, সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান, মিউচুয়াল ফান্ড এবং সম্পদশালী ব্যক্তিদের মধ্যে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু হবে। নন-কনভার্টেবল সাব-অর্ডিনেটেড বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১ কোটি টাকা। এর ট্রাস্টি হিসেবে রয়েছে ইবিএল ইনভেস্টমেন্ট লিমিটেড।
×