ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

বিমানের মজুরিভিত্তিক শ্রমিক দুর্ঘটনার পা হারালেন

প্রকাশিত: ২১:৪৯, ২৩ জানুয়ারি ২০১৮

বিমানের মজুরিভিত্তিক শ্রমিক দুর্ঘটনার পা হারালেন

অনলাইন রিপোর্টার ॥ সোমাবার রাত অনুমানিক দেড়টার দেক বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দৈনিক মজুরিভিত্তিক ক্যাজুয়াল শ্রমিক মো. মুখলেছুর রহমান কর্মরত অবস্থায় কার্গো ট্রলির নিচে পড়ে তার একটি পা হারিয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। সোমবার গভীর রাতে মো. মুখলেছুর রহমান এয়ার এশিয়া ফ্লাইটের প্রায় ৩ টন অফ লোড কার্গো সরানোর কাজ করছিলেন। এ সময় তার ডান পায়ের উপর একটি কার্গো ট্রলি পড়ে। এতে তার পা ভেঙে যায়। মো. মুখলেছুর রহমান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দৈনিক মজুরিভিত্তিক ক্যাজুয়াল শ্রমিক হওয়ার কারণে তাকে কোনো ক্ষতিপূরণ দেবে না বিমান কর্তৃপক্ষ।যদিও ক্যাজুয়াল শ্রমিকদের চাকরি স্থায়ী করার আন্দোলন চলমান। বিমান এমপ্লয়িজ ইউনিয়নের একজন নেতা বলেন, এই দায় বিমানকে নিতে হবে।
×