ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাউলে খাল দখল করে চলছে ঘাটলা নির্মাণ

প্রকাশিত: ০০:১৪, ১৭ জানুয়ারি ২০১৮

বাউলে খাল দখল করে চলছে ঘাটলা নির্মাণ

নিজস্ব সংবাদদাতা, বাউফল ॥ বাউফল পৌরসভার মধ্য দিয়ে প্রবাহিত ও একমাত্র খালটি দখল করে আরসিসি ঘাটলা নির্মাণ করা হচ্ছে। কোন নিয়মনীতির তোয়াক্কা না করেই ঘাটলাটি নির্মাণ করা হচ্ছে। খোঁজ নিয়ে যানা গেছে, উপজেলা পরিষদের অর্থায়নে সফিজ সিকদার নামের এক ঠিকাদার ঘাটলাটি নির্মাণ করছেন। আজ বুধবার দুপুরে সরেজমিন ৬নং ওয়ার্ডের খানকায়ে ছালেহিয়া দারুচ্ছুন্নদত দিনিয়া মাদ্রাসা কমপ্লেক্সেও সামনে গিয়ে দেখা গেছে, কার্পেটিং সড়কের পশ্চিম পাশে সড়কের সমান উচ্চতা থেকে খালের অর্ধেক পরিমান মোট ৬টি আরসি কলামের উপর ১৩ ধাপ বিশিষ্ট একটি ঘাটলা নির্মাণ করা হচ্ছে। এই ঘাটলাটির উত্তর পাশে অদূরে আরেকটি আরসিসি ঘাটলা রয়েছে। এর ফলে বাধাগ্রস্থ হচ্ছে পানি প্রবাহ। এ ছাড়াও খালের উভয় পাড় দখল করে বিভিন্ন ধরণের ইমরাত নির্মিত হওয়ায় খালটি সংকুচিত হয়ে যাচ্ছে। শহরের একমাত্র এই খালটি দিয়ে বিভিন্ন ধরণের নির্মাণ সামগ্রীসহ পন্য পরিবহন করা হয়। খালটি বাঁচানোর জন্য শহরবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
×