ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ময়মনসিংহে কভার্ডভ্যানে বাসের ধাক্কা, আহত ৪০

প্রকাশিত: ১৮:০৫, ১৬ জানুয়ারি ২০১৮

ময়মনসিংহে কভার্ডভ্যানে বাসের ধাক্কা, আহত ৪০

অনলাইন ডেস্ক ॥ ময়মনসিংহ ত্রিশালে ঘন কুয়াশায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কভার্ডভ্যানের সঙ্গে সাতটি বাসের ধাক্কা লেগেছে। এতে আহত হয়েছেন অন্তত ৪০ বাসযাত্রী। মঙ্গলবার সকালে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের চেয়ারম্যানবাড়ি মোড়ে এ দুর্ঘটনা ঘটে বলে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ইনচার্জ রিয়াজুল ইসলাম জানান। আহতদের নাম জানা যায়নি। তারা ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। রিয়াজুল ইসলাম জানান, “আগে থেকে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল একটি কভার্ডভ্যান। ঘন কুয়াশার কারণে সকাল সাড়ে ৭টার দিকে ঢাকাগামী ইসলাম পরিবহনের একটি বাস প্রথমে কভার্ডভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। একই শ্যামলী বাংলা পরিবহনসহ আরও পাঁচটি বাসও ধাক্কা খায়” হাইওয়ে পুলিশের দেওয়া খবরে দুর্ঘটনাকবলিত বাসগুলো উদ্ধার করে আহত ৪০ বাসযাত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। বলে জানান তিনি। ফায়ার সার্ভিস কর্মকর্তা আরও বলেন, এ দুর্ঘটনার কারণে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের যান চলাচল প্রায় এক ঘন্টা বন্ধ ছিল।
×