ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

বিদেশি নাগরিকের কাছ থেকে সোনার বার জব্দ

প্রকাশিত: ১৮:১৭, ১৩ জানুয়ারি ২০১৮

বিদেশি নাগরিকের কাছ থেকে সোনার বার জব্দ

অনলাইন রির্পোটার ॥ হজরত শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দরে জাপানের এক নাগরিকের কাছ থেকে সাড়ে ৫ কোটি টাকা মূল্যের ১১টি সোনার বার জব্দ করেছে ঢাকা কাস্টমস। শুক্রবার মধ্যরাতে জাপান যাত্রীর শরীর থেকে সোনার বারগুলো জব্দ করা হয়। জানা গেছে, শুক্রবার রাত পৌনে ১টায় রিজেন্টের আরএক্স - ৭৮৫ বিমানে সিঙ্গাপুর থেকে আগত এক জাপানির কাছ থেকে এক কেজি ওজনের ১১টি সোনার বার জব্দ করা হয়। কাস্টমসের প্রিভেন্টিভ দল গ্রিন চ্যানেলে আসার পর তাকে শনাক্ত করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই বিদেশি যাত্রী সোনা থাকার কথা অস্বীকার করেন। পরে স্ক্যান করে এবং শরীর তল্লাশী করে ১১টি সোনার বার জব্দ করা হয়। প্রতিটি সোনার বারের ওজন এক কেজি। জব্দকৃত সোনার বাজার মূল্য প্রায় ৫ কোটি ৫০ লাখ টাকা। এ ঘটনায় শুল্ক আইন ১৯৬৯ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।
×