ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গুজরাট ও হিমাচলে বিজেপি’র জয়

প্রকাশিত: ২৩:২১, ১৮ ডিসেম্বর ২০১৭

গুজরাট ও হিমাচলে বিজেপি’র জয়

অনলাইন ডেস্ক ॥ ভারতের গুজরাটের প্রাদেশিক নির্বাচনে জয়ের পথে রয়েছে ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। এদিকে হিমাচলেও জয় নিশ্চিত করেছে বিজেপি, এতে কংগ্রেস আরেকটি প্রদেশ হারালো। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রদেশ গুজরাটে ২২ বছর ধরে ক্ষমতায় বিজেপি, এবং এটি তাদের শক্ত ঘাঁটি। তবে এবার তুলনা মূলক কম আসন পেয়েছে বিজেপি। ১৮২ টি আসনের মধ্যে ১০১টিতে এগিয়ে আছে বিজেপি, ৭৫টিতে এগিয়ে আছে কংগ্রেস। ২০১২ সালের নির্বাচনে ১১৬টি আসন পেয়েছিল বিজেপি, আর ৬১টি পেয়েছিল কংগ্রেস। এদিকে ৬৮ আসনের হিমাচলের প্রাদেশিক পরিষদে ৪৬টি আসন পেয়ে ইতিমধ্যে জয় নিশ্চিত করেছে বিজেপি, কংগ্রেস এগিয়ে আছে ১৮টি। এই জয়ে হিমাচল প্রদেশ হারালো কংগ্রেস। নরেন্দ্র মোদী তিনবার গুজরাটে মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন, সেখানের সাফল্যের উপর ভর করেই তার নেতৃত্বে কেন্দ্রে সরকার গঠন করে বিজেপি। গুজরাটে পরাজিত হলে বিজেপির ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হত। নির্বাচনের আগে মোদী নিজে বেপরোয়াভাবে হিন্দু জাতীয়তাবাদ ও অর্থনৈতিক উন্নয়নের উপর ভর করে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। হিন্দুস্তান টাইমস ও এনডিটিভি।
×