ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গাজীপুরে অগ্নিকান্ডে ২৬টি কক্ষ ভস্মিভূত

প্রকাশিত: ০০:০২, ১৭ ডিসেম্বর ২০১৭

গাজীপুরে অগ্নিকান্ডে ২৬টি কক্ষ ভস্মিভূত

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরে এক ভয়াবহ অগ্নিকান্ডে একটি বাড়ির ২৬ কক্ষ সম্পূর্ণ ভস্মিভূত হয়েছে। রবিবার সকালে জেলার কালিয়াকৈর উপজেলার চন্দ্রা দিঘিরপাড় বটতলা এলাকায় মাসুদ আলম সোহেলের বাড়িতে এ ঘটনা ঘটে। এতে ওই কক্ষগুলোতে থাকা সব মালামাল পুড়ে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় বিভিন্ন কারখানার শ্রমিকরা স্বল্পমূল্যে এসব কক্ষগুলোতে ভাড়া থাকতো। কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ কবিরুল আলম জানান, ভোর ৫টার দিকে ওই বাড়ির একটি টিনশেডর একটি বাড়িতে আগুন লাগে। মুহুর্তে মধ্যে আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। তিনি বলেন,প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয় এবং কালিয়াকৈর ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দু’ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। তিনি আরো বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে থাকতে পারে। ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানাতে পারেনি ফায়ার সার্ভিস। বাড়ির মালিক সোহেল জানান, আগুনে বাড়ির ২৬টি কক্ষ ও এতে থাকা সমস্ত মালামাল পুড়ে গেছে। কালিয়াকৈর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম, কালিয়াকৈর পৌর মেয়র মজিবুর রহমান,পৌর প্যানেল মেয়র ও ৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সামসুল আলম সরকার, কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রফিকুল ইসলাম ক্ষতিগ্রস্থ বাড়ি পরিদর্শন করেছেন।
×