ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

দেশের বিভিন্ন স্থানে বিজয় দিবস পালনের খবর

প্রকাশিত: ২১:১৮, ১৬ ডিসেম্বর ২০১৭

দেশের বিভিন্ন স্থানে বিজয় দিবস পালনের খবর

আমতলী: নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা ॥ আমতলীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে দিবসটি পালিত হয়। কর্মসূচীর মধ্যে ছিল ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের শুভ সুচনা, সুর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন,শহীদ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ, আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন,কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শন, মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবার সদস্যদের সংবর্ধনা ও চিত্রাংকন প্রতিযোগিতা। সকাল সাড়ে আটটায় আমতলী সরকারী কলেজ মাঠে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সরোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান জিএম দেলওয়ার হোসেন আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মতিয়ার রহমান, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ হুমায়ূন কবির ও ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মোঃ শহীদ উল্যাহ, শিক্ষক মোঃ নিয়াজ মোর্শ্বেদ, নাসির মাহমুদ ও মোঃ আনোয়ারুল কবির। উপজেলা পরিষদ চত্ত্বরে শহীদ স্মৃতিস্তম্ভে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, আমতলী থানা পুলিশ, আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টি, যুবলীগ, আমতলী রিপোর্টার্স ইউনিটি, আমতলী সরকারী কলেজ, বকুলনেছা মহিলা ডিগ্রী কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সামাজিক সংগঠন পুস্পস্তবক অর্পণ করেন। চুয়াডাঙ্গা: নিজস্ব সংবাদদাতা, চুয়াডাঙ্গা ॥ চুয়াডাঙ্গায় যথাযথ মর্যাদা ও বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবসের ৪৬ বছর। দিবসটি উপলক্ষে শনিবার সকাল সাড়ে ৮ টায় চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়াম মাঠে এক কুচকাওয়াজ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ ও পুলিশ সুপার মাহাবুবুর রহমান পিপিএম কুচকাওয়াজ পরিদর্শন এবং সালাম গ্রহণ করেন। ৫৮টি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের শিশু কিশোররা মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শন করে। এর আগে সকালে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে পু®পস্তবক অর্পন করেন জেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। এ সময় মাঠে বসে কুচকাওয়াজ উপভোগ করেন শিরিন নাইম পুনম এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান শামসুল আবেদিন, পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপুসহ বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা -কর্মচারীবৃন্দ। হবিগঞ্জ: নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ ॥ যথাযোগ্যমর্যাদা ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা শুধু নয়, রাজাকার-আলবদর-আল শামস মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে শনিবার হবিগঞ্জে পালিত হয়েছে মহান বিজয় দিবস-২০১৭। ভোর থেকে হবিগঞ্জ সদর-৩ আসনের এমপি এডভোকেট মোঃ আবু জাহির, জেলা প্রশাসক মনীষ চাকমা, পুলিশ সুপার বিধান ত্রিপুরার নের্তৃত্বে জেলা-পুলিশ প্রশাসন এবং জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষে জেলা প্রশাসক ও সভাপতি মনীষ চাকমা এবং সাবেক কমান্ডার এডভোকেট মোহাম্মদ আলী পাঠানের নের্তৃত্বে ৭১’এর বীর শহীদের স্মরনে স্থাপিত ‘দুর্জয় স্মৃতি সৌধ’এ পরপর পুস্পস্তবক অর্পনের মধ্য দিয়ে এই দিবসের আনুষ্ঠানিক সুচনা করা হয়। একই সময় হবিগঞ্জ দুদক ও দুপ্রক’র পক্ষ থেকে সহ-সভাপতি ডাঃ জমির আলী ও এডি মোঃ এরাশাদ মিয়া, ইনার হুইল ক্লাবের পক্ষ থেকে তাহমিনা বেগম গিনি ও জলি, বিয়াম ল্যাবরেটরী স্কুল, বাড্স কেজি এন্ড হাই স্কুল, হবিগঞ্জ বিদ্যুত উন্নয়ন বোর্ড কর্মকর্তা-কর্মচারী, খোয়াই থিয়েটার, জীবন সংকেত নাট্য গোষ্টী জেলা শিল্প কলা একাডেমী, বৃন্দাবন সরকারী কলেজ, মহিলা কলেজ, আওয়ামীলীগ, বিএনপি,জাসদ-বাসদ, কমিউনিষ্ট পার্টী, ছাত্র ইউনিয়ন, দুই শূণ্য-ছয় শুন্য এবং বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠন সহ শত শত শিশু-নারী-পুরুষ উক্ত স্মৃতি সৌধে পুস্পস্তবক অর্পন করে ৭১’সালের সেই বীর শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করে। এছাড়াও জেলা প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় জালাল স্টেডিয়ামে কুচকাওয়াজ, আলোচনা সভা সহ নানা আকর্ষনীয় কর্মসূচীর আয়োজন করা হয়। এতে হাজার হাজার নারী-পুরুষের সমাগম ঘটে। ময়মনসিংহ: স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ভোরের আলো ফোটার সাথে সাথে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করতে সর্বস্তরের মানুষ ফুল নিয়ে ভিড় জমায় ময়মনসিংহের পাটগুদাম ব্রহ্মপুত্র ব্রীজ মোড়ের মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্বে। প্রথমেই ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ধর্মমন্ত্রী আলহাজ অধ্যক্ষ মতিউ রহমান। এর পর ময়মনসিংহের বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন, ডিআইজি ময়মনসিংহ রেঞ্জ নিবাস চন্দ্র মাঝি জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, জেলা প্রশাসক খলিলুর রহমান, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, পৌর মেয়র ইকরামুল হক টিটু, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা ও মহানগর আওয়ামীলীগ, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, ইঞ্জিনিয়ার্স ইনষ্টিটিউট, মহিলা পরিষদসহ নানা শ্রেনী পেশার মানুষ শ্রদ্ধা নিবেদন করেন। এসময় জঙ্গীবাদ ও রাজাকার মুক্ত দেশ গড়ার শপথ নেয় আওয়ামীলীগের নেতা কর্মী ও সমর্থকরা। সকাল সাড়ে ৮ টায় ময়মনসিংহের মরহুম রফিক উদ্দিন ভুইয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ও শিশু কিশোরদেও শারীরিক কসরত ও কুচকাওয়াজ। মির্জাপুর: নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর ॥ মির্জাপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে মহান বিজয় দিবস পালতি হচ্ছে। শনিবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনি এবং মির্জাপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মধ্যদিয়ে দিবসটি পালনের সূচনা করা হয়। সকাল ৯ টায় মির্জাপুর সদয় কৃষ্ণ মডেল উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হয় শিশু-কিশোর এবং বিভিন্ন সংস্থার বর্ণাঢ্য কুচকাওয়াজ ও ডিসপ্লে। পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এতে অভিবাদন গ্রহন করেন মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু মির্জাপুরের ইউএনও ইসরাত সাদমীন ভাইস চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা ও মির্জাপুর থানার অফিসার্স ইনচার্জ কে এম মিজানুল হক। স্বাগত ভাষণে মীর এনায়েত হোসেন মন্টু স্বাধীনতা যুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরার আহবান জানান। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র- ছাত্রীরা মনোজ্ঞ ডসিপ্লে প্রদর্শন করে। ভারতেশ্বরী হোমস, সরিষা দাইড় ও শফিউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের ডিসপ্লে দর্শকদের মন কাড়ে। পরে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
×