ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সোনারগাঁয়ে ৪ বাড়িতে ডাকাতি ॥ ১৬ লাখ টাকার মাল লুট

প্রকাশিত: ০১:৩৬, ১৫ ডিসেম্বর ২০১৭

সোনারগাঁয়ে ৪ বাড়িতে ডাকাতি ॥ ১৬ লাখ টাকার মাল লুট

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ সোনারগাঁয়ে অষ্ট্রিয়া প্রবাসীর বাড়িসহ ৪ বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল বাড়ির সদস্যকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা-পয়সাসহ ২৩ ভরি স্বর্ণালঙ্কারসহ ১৬ লাখ টাকার লুট করে নিয়ে গেছে। ঘটনা ঘটেছে বৃহস্পতিবার রাতে উপজেলার বারদী ইউনিয়নের চকবাজার আলমদী, রিবর ও সনমান্দি ইউনিয়নের ফতেপুর গ্রামে। শুক্রবার সন্ধ্যা সোয়া ৬টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ডাকাতির ঘটনায় সোনারগাঁও থানায় মামলা হয়নি। তবে একটি ডাকাতির ঘটনায় মামলা হতে পারে বলে সোনারগাঁও থানার ডিউটি অফিসার এএসআই নারায়ণ জানান। জানা গেছে, বৃহস্পতিবার রাত সোয়া ২টার দিকে ২০/২৫ জনের মুখোশধারী ডাকাত দল উপজেলার বারদী ইউনিয়নের চকবাজার আলমদী গ্রামের অষ্ট্রিয়া প্রবাসী হাবিবুল্লাহের বাড়িতে হানা দেয়। এ সময় ডাকাতদল বাড়ির প্রধান ফটকের তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে হাবিবুল্লাহসহ তার বড় ভাই আলমগীর, ইব্রাহিম ও তার পরিবারের সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতদল ঘর থেকে নগদ ৫০ হাজার, ইব্রাহিমের রুম থেকে নগদ ৫৩ হাজার ও প্রবাসী হাবিবুল্লাহ ঘর থেকে নগদ সাড়ে ৪ লাখ টাকা ও ১৮ ভরি স্বর্ণালঙ্কার ও ৫টি মোবাইল সেট লুট করে নিয়ে যায়। এদিকে একই রাতে ওই ইউনিয়রের রিবর গ্রামের বাসিন্দা বারদী এলাকায় রঞ্জিত সাহার বাড়িতে ডাকাত দল হানা দেয়। ডাকাতরা রঞ্জিত সাহার ছেলে রঞ্জন সাহার ঘরে প্রবেশ করে তার পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ২০ হাজার টাকা, ৩ ভরি স্বর্ণ, ২টি মোবাইল সেট, রঞ্জিত সাহার ছোট ভাই সত্য সাহার ঘর থেকে নগদ ২৫ হাজার টাকা, ৩টি মোবাইল সেট লুট করে নেয়। পরে ডাকাতদল রঞ্জিত সাহার বড় ভাই মৃত কালু সাহার ছেলে শ্যামল সাহার ঘরে প্রবেশ করে কিছু না পেয়ে তছনছ করে আসবাবপত্র ভাংচুর করে ডাকাতদল পালিয়ে যায়। অন্যদিকে একই গ্রামের আবুল মিয়ার ভাড়াটিয়া গার্মেন্টস কর্মী জীবন মিয়ার ঘরের দরজা ভেঙ্গে নগদ ১ ভরি র্স্বণালঙ্কার লুট করে নিয়ে যায়। সনমান্দি ইউনিয়নের ফতেপুর গ্রামে আজহার মিয়ার বাড়িতে ডাকাত দল হানা দেয়। ডাকাতরা ১ ভরি র্স্বণ, ১৩ হাজার টাকা ও ১ টি মোবাইল সেট লুট করে নিয়ে যায়। এ বিষয়ে সোনারগাঁ থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) আব্দুর জব্বার জানান, ডাকাতির ঘটনাটি শুনেছি। আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বিষয়টি পরে জানানো হবে। সোনারগাঁও থানার ডিউটি অফিসার এএসআই নারায়ণ জানান, চরবাজার আলমদি গ্রামের ডাকাতির ঘটনায় মামলা হতে পারে। অন্য কোথাও ডাকাতির ঘটনা আমার জানা নেই।
×