ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

মহিউদ্দীন চৌধুরীর অবস্থা ফের সঙ্কটাপন্ন ॥ লাইফ সাপোর্টে

প্রকাশিত: ০৮:৩৬, ১৫ ডিসেম্বর ২০১৭

মহিউদ্দীন চৌধুরীর অবস্থা ফের সঙ্কটাপন্ন ॥ লাইফ সাপোর্টে

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি বর্ষীয়ান নেতা আলহাজ এবিএম মহিউদ্দীন চৌধুরীর অবস্থা ফের সঙ্কটাপন্ন। নগরীর ম্যাক্স হাসপাতালে তিনি লাইফ সাপোর্টে রয়েছেন। বৃহস্পতিবার রাতে এই খবরে দলের হাজার হাজার নেতাকর্মী ও শুভানুধ্যায়ী তাকে দেখতে হাসপাতালে ভিড় জমান। বৃহস্পতিবার বিকেলে কিডনি ডায়ালাইসিসের জন্য মহিউদ্দীন চৌধুরীকে ম্যাক্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার আকস্মিক অবনতি ঘটলে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। উল্লেখ্য, গত মঙ্গলবার তিনি রাজধানীর স্কয়ার হাসপাতাল থেকে চট্টগ্রামে ফিরেন। এর আগে সিঙ্গাপুরে তিনি প্রায় এক মাস চিকিৎসাধীন ছিলেন। মহিউদ্দিন চৌধুরী দীর্ঘদিন ধরে হার্ট, ডায়াবেটিস ও কিডনিজনিত জটিলতায় ভুগছেন। গত ১১ নবেম্বর রাতে বাসায় অসুস্থ হয়ে পড়লে তাকে ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরদিন দুপুরে হেলিকপ্টারে করে ঢাকার স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের পরামর্শে ১৬ নবেম্বর এয়ার এ্যাম্বুলেন্সে করে মহিউদ্দিন চৌধুরীকে সিঙ্গাপুর নেয়া হয়েছিল। সেখানে কিডনিজনিত রোগের চিকিৎসা ও হার্টে দুটি রিং লাগানো হয়। এরপর সিঙ্গাপুর থেকে দেশে এনে পুনরায় রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। রাত দেড়টায় শেষ খবর পাওয়া পর্যন্ত তাঁর শারীরিক অবস্থা অবনতির দিকে ছিল। ম্যাক্স হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ লিয়াকত আলী খান জানান, মহিউদ্দিন চৌধুরীর শারীরিক অবস্থা ক্রিটিক্যাল।
×