ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আমরা কাউকে জঙ্গী হতে দেবো না ॥ নৌপরিবহন মন্ত্রী

প্রকাশিত: ২৩:৫০, ৯ ডিসেম্বর ২০১৭

আমরা কাউকে জঙ্গী হতে দেবো না ॥ নৌপরিবহন মন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর ॥ নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান এমপি বলেছেন, বিভিন্ন দেশে আইএস’এর সদস্য তৈরি করছে, তাদের একটাই উদ্দেশ্য তাহলো অর্থ ও ক্ষমতা দখল করা। তাই আপনার আমার সন্তান কি করে, কোথায় যায়, কার সাথে মিশে সে দিকে খেয়াল রাখতে হবে। আমাদের দেশের কেউ যাতে জঙ্গী বা আইএস’এর সদস্য না হতে পারে সে দিকে কঠোর নজরধারী বাড়ানো হয়েছে। আমরা এ দেশের কাউকে আইএস বা জঙ্গীহতে দেবো না। আর এদেশে তাদের কোন স্থান নেই। শনিবার সকালে মাদারীপুর সদর উপজেলার ট্রাকস্ট্যান্ডে মসজিদের নতুন ভবন উদ্বোধন কালে তিনি একথা বলেন। মন্ত্রী আরও বলেন, আমাদের দেশে কেউ যেন ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করে। আমার ধর্ম আমার কাছে, আপনার ধর্ম আপনার কাছে। জঙ্গী বা আইএস কোন ধর্ম নয়, তারা একটি নিষিদ্ধ সংগঠন নামে পরিচিত। তাদের আশ্রয় দাতাও তাদের শামিল। কুরআন হাদিসে রয়েছে মানুষ হত্যা, কারো ক্ষতি করা জঘন্যতম পাপ। বিশিষ্ট ব্যবসায়ী মো. হাফিজুর রহমান খান যাচ্চু (নানা) এর অর্থায়নে মাদারীপুর সদর উপজেলার ট্রাক- স্ট্যান্ডে একটি একতলা মসজিদের নতুন ভবন নির্মাণ করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপত্বিত করেন ইঞ্জিনিয়ার আবদুল কুদ্দুস। এসময় আরও উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম, মসজিদের ইমাম মওলানা মো.শাজাহান মিয়া, শ্রমিক নেতা ফারুক মাতুব্বরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় মুসল্লীগণ।
×