ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জেলে শাহাবুদ্দিন পাঁচদিনেও স্বাভাবিক হয়ে ওঠেনি, কেউ নিচ্ছেনা দায়িত্ব

প্রকাশিত: ০১:৩৬, ৮ ডিসেম্বর ২০১৭

জেলে শাহাবুদ্দিন পাঁচদিনেও স্বাভাবিক হয়ে ওঠেনি, কেউ নিচ্ছেনা দায়িত্ব

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া ॥ অচেতন অবস্থায় পুলিশের সহায়তায় উদ্ধার হওয়া জেলে শাহাবুদ্দিন এখনও স্বাভাবিক কথাবার্তা বলতে পারছেনা। হতভাগা এই জেলের নাম শাহাবুদ্দিন। বয়স আনুমনিক ৩৫ বছর। ৩ ডিসেম্বর দিবাগত রাত পৌনে একটায় কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়। তখন শাহাবুদ্দিন অচেতন ছিল। মুখে বিষের প্রকট গন্ধ। এরপর থেকে কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। হাসপাতালসুত্রে জানা গেছে লতাচাপলী ইউনিয়নের চৌকিদার আব্দুস সালাম তাকে হাসপাতালে ভর্তি করায়। মহিপুর থানার এসআই কামাল জানান, তাকে আলীপুর মৎস্য বন্দর থেকে একটু দুরে একটি কোল্ড স্টোরের কাছে বিল থেকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। প্রথমে কুয়াকাটা হাসপাতালে চিকিৎসার পরে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়। শাহাবুদ্দিন শুক্রবার সন্ধ্যায় এ প্রতিনিধিকে অস্পষ্টভাবে জানান, তার বাবার নাম আমির। কক্সবাজার জেলা সদরে বাড়ি। আরও জানায় তাকে ৭/৮ জন লোক মারধর করে মুখে বিষ ঢেলে হত্যার চেষ্টা চালায়। জামাল মাঝির ট্রলারে কাম করত। তবে এসআই কামাল জানান, তাদের কাছে বলা হয়েছে মঞ্জু মাঝির বোটে কাজ করত শাহাবুদ্দিন। তবে শাহাবুদ্দিন এখনও অনেকটা অপ্রকৃতস্থভাবে কথাবার্তা বলছেন। তাকে নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষও পড়েছেন বিপাকে। চিকিৎসক মাহবুবুর রহমান সজিব জানান, এখনও তার মুখ থেকে বিষের গন্ধ আসছে। তবে তার কোন অভিভাবক কিংবা যারা ভর্তি করেছেন তারা খোঁজ-খবর নিচ্ছে না। ওষুধসহ সব কিছু হাসপাতাল থেকে দেয়া হলেও তার আচরণ অনেকটা অস্বাভাবিক থাকায় তারা বিপাকে রয়েছে শাহাবুদ্দিনকে নিয়ে।
×