ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নিয়ামতপুরে ৩ গ্রামের ঘরে ঘরে জ্বলে উঠলো বিজলী বাতি

প্রকাশিত: ০২:০২, ৭ ডিসেম্বর ২০১৭

নিয়ামতপুরে ৩ গ্রামের ঘরে ঘরে জ্বলে উঠলো বিজলী বাতি

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ বৃহস্পতিবার সকাল ১০টায় নওগাঁর নিয়ামতপুর উপজেলার ৩ গ্রামে ১শ’ ৬৩ জন গ্রাহকের বাড়িতে জ্বলে উঠলো বিজলী বাতি। প্রত্যন্ত গ্রামে এই বিদ্যুত সংযোগ পেয়ে গ্রামের খেটে খাওয়া নিরীহ মানুষের চোখে-মুখে আনন্দের ঝিলিক পরিলক্ষিত হয়। তারা প্রকাশ্যে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসার পাশাপাশি তাঁর দীর্ঘ জীবন ও সুস্বাস্থ্য কামনা করেন। সেই সঙ্গে তারা স্থানীয় এমপিকেও অভিনন্দন জানান। এদিন উপজেলার নিয়ামতপুর সদর ইউপির মাদারীপুর গ্রামে ০.৬৫১ কিলোমিটারে ৫৬ জন, এবং বালিচাঁদ গ্রামে ৭জন গ্রাহককে বিদ্যুৎ সংযোগের মধ্য দিয়ে কর্মসূচীর উদ্বোধন করেন, সাধন চন্দ্র মজুমদার এমপি। মাদারীপুর গ্রাম কমিটির সভাপতি বান্ডু রবিদাসের সভাপতিত্বে উদ্বোধনী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এনামূল হক। এরপর দুপুর ১২টায় উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের ঘোলকুড়ি গ্রামে ০.৮৩৫ কিলোমিটারে ১শ’ জন গ্রাহককে বিদ্যুতায়ন করা হয়। উক্ত উদ্বোধনী সভায় সভাপত্বি করেন শ্রীমন্তপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আজাহারুল ইসলাম বুলু।
×