ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গাজীপুরে পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত ২, আহত ১

প্রকাশিত: ০১:৩২, ২২ নভেম্বর ২০১৭

গাজীপুরে পৃথক সড়ক দূর্ঘটনায়  নিহত ২, আহত ১

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরে বুধবার দু’টি পৃথক সড়ক দূর্ঘটনায় এক পিকআপ চালক ও মোটর সাইকেল আরোহী এক সাংবাদিক নিহত হয়েছে। এসময় অপর একজন আহত হয়েছে। মাওনা হাইওয়ে থানার ওসি দেলোয়ার হুসেন জানান, বুধবার ভোর রাত পৌণে চারটার দিকে একটি পিকআপ ভ্যান বেপরোয়া গতিতে ময়মনসিংহ যাচ্ছিল। পথে গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনা বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে পিকআপ ভ্যানটি সজোরে ধাক্কা দেয়। এতে পিক আপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং পিকআপের চালক ঘটনাস্থলেই নিহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে। তবে ট্রাকটি আটক করা সম্ভব হয়নি। নিহতের নাম সোহাগ মিয়া (১৯)। সে ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার কেশবপুর গ্রামের বাদল মিয়ার ছেলে। এদিকে একইদিন দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশনের মৈরান ঝাঝর এলাকায় কাভার্ডভ্যানের চাপায় মোটর সাইকেল আরোহী এক সাংবাদিক নিহত ও অপর এক সাংবাদিক আহত হয়েছে। নিহতের নাম জয়নাল আবেদীন হযরত (৩২)। তিনি শেরপুর জেলার শ্রবর্দী থানার খড়িয়া গাজীরচর এলাকার মকবুল হোসেনের ছেলে এবং দৈনিক ভোরের চেতনা পত্রিকার নির্বাহী সম্পাদক। নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আব্দুল হাই ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুরে সাংবাদিক জয়নাল ও মিনহাজ মোটরসাইকেল যোগে গাজীপুর সিটি কর্পোরেশনের ভোগড়া থেকে মীরের বাজার এলাকায় যাচ্ছিলেন। পথে ঢাকা বাইপাস সড়কের মৈরান এলাকায় পৌছলে একইদিকেগামী একটি কাভার্ডভ্যান বেপরোয়া গতিতে পেছন থেকে মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে চাপা দেয়। এতে মোটরসাইকেলের পিছনে বসা জয়নাল আবেদীন ঘটনাস্থলেই নিহত হন। এঘটনায় মোটর সাইকেল চালক গাজীপুর কণ্ঠ অন লাইন পত্রিকার স্টাফ রিপোর্টার মিনহাজ (২৮) গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। পুলিশ ঘাতক কাভার্ডভ্যানটিকে আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যেতে সক্ষম হয়। সাংবাদিক জয়নাল গাজীপুর সিটি কর্পোরেশনের নলজানী এলাকায় এবং মিনহাজ শিববাড়ি এলাকায় থাকতো।
×