ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শেবাচিমে রোগীর পুত্রকে মারধর করে পুলিশে সোপর্দ

প্রকাশিত: ০২:০৫, ২১ নভেম্বর ২০১৭

শেবাচিমে রোগীর পুত্রকে মারধর করে পুলিশে সোপর্দ

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ এবার রোগীর পুত্রকে মারধর করে পুলিশের কাছে সোর্পদ করার অভিযোগ পাওয়া গেছে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে। এ ঘটনার পর লিখিত কোন অভিযোগ না পাওয়ায় আটককৃত সোহেল নামের ওই যুবককে সোমবার রাতে ছেড়ে দিয়েছে পুলিশ। এরআগে ওইদিন বেলা ১১ টার দিকে হাসপাতালের মহিলা মেডিসিন ওয়ার্ডের ইউনিট-১ এ মারধরের ঘটনা ঘটে। মারধরের স্বীকার সোহেল খান (৩২) ঝালকাঠির নলছিটি উপজেলার নলবুনিয়া এলাকার শায়েস্তা খানের পুত্র। তিনি জানান, হৃদরোগে আক্রান্ত হলে গত ১১ নভেম্বর তার মা মিনারা বেগমকে (৬০) শেবাচিম হাসপাতালের চতুর্থ তলায় মহিলা মেডিসিন ওয়ার্ডের ইউনিট-১ এর আওতায় ভর্তি করা হয়। চিকিৎসা শেষে তার মায়ের নাম দুইদিন পূর্বে কেটে দেয়া হলেও কোন ছাড়পত্র না পাওয়ায় সকালে সেবিকাদের কক্ষে তিনি যোগাযোগ করেন। তাদের পরামর্শে চিকিৎসকদের কাছে গেলে ইন্টার্নরা ক্ষিপ্ত হয়ে তাকে গালমন্দ শুরু করেন। এর প্রতিবাদ করায় ইন্টার্নরা কক্ষের দরজা আটকে তাকে বেধম মারধর করে। পরে থানা পুলিশ খবর দিয়ে তাদের কাছে তাকে সোর্পদ করা হয়। ইন্টার্ন ডক্টরস্ এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডাঃ নাহিদ জানান, মেডিসিন-১ ইউনিটে চিকিৎসকদের লাঞ্ছিত ও মারধর করতে গিয়ে এক যুবককে ধরে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে বলে তিনি শুনেছেন। তবে কলেজে কাজ থাকায় ঘটনার সময় তিনি সেখানে যেতে পারেননি। বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী মডেল থানার সেকেন্ড অফিসার এসআই সত্যরঞ্জন খাসকেল জানান, চিকিৎসকরা মৌখিকভাবে অভিযোগ করে বলেন, সোহেল নামের রোগীর পুত্র তাদের সাথে খারাপ ব্যবহার এবং হামলার চেষ্টা করেছে। এজন্য সোহেলকে থানায় ধরে আনা হয়। পরে এ ব্যাপারে কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের না করায় ওইদিন রাতে আটক সোহেলকে ছেড়ে দেয়া হয়েছে।
×